আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা সৈনিক গু আজম (যৌনকর্মীদের প্রতি ক্ষমা প্রার্থনা পূর্বক)

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

ফেব্রুয়ারি মাস আসতেই দেখি গো আজম নিয়া ফালাফালি শুরু হইছে দেখলাম। বিষয় হইতাছে সে নাকি মহান ভাষা সৈনিক, তারে একুশে পদক দেওয়া উচিৎ-ইত্যাদি ইত্যাদি। খারান আগে হাইসা লই। বছরখানেক আগে এইটা নিয়া একটা পোস্ট দিছিল আমি সাগর। তাতে অবশ্য কেউ কেউ আপত্তি তুলছিলেন যে আমি নাকি যৌনকর্মীদের অপমান করা হইছে।

তবে কারো কারো ফালাফালি দেইখ্যা পোষ্টটাআবারো প্রাসঙ্গিক হওয়ায় নতুন করে তা আবার লিখলাম। তবে এবার শুরুতেই সব যৌনকর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাকিস্তানপ্রেমী মহান ধর্ম ব্যবসায়ী ও রাজনীতিবিদ গোলাম আজমের নাগরিকত্ব নিয়া তখন তুমুল হট্টগোল চলছিলো। দেশপ্রেমিক জামাতিরা পাল্টা প্রচার শুরু করলো যে গোলাম আজম ভাষা আন্দোলনের বড় সৈনিক এবং ঘোষনা পাঠক। কামরুজ্জামান লেইখ্যা ফালাইলেন একখান বই, গোলাম আজমের সংগ্রামী জীবন।

সেইখানেও পুরা ঘোষণাটাই নাকি দেওয়া আছে। জামাতীগো এই চিতকার চেচামেচি শুইনা শওকত ওসমান বড়ই মজার একখান কথা কইছিলেন। সেইডা হয়তো অনেকেই জানেন। তারপরেও বাকিদের জানাইয়া দিই তিনি কি কইছিলেন। শওকত ওসমান কইছিলেন 'পতিতারাও এক সময় সতী থাকে'


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.