আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর নিয়ে প্রেস কনফারেন্স : একটু লক্ষ্য করুন

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

বাংলা ব্লগ কমিউনিটির ব্লগাররা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি গ্রহণ করে গত ২২ জানুয়ারি। প্রাথমিক পর্বের লক্ষ্য ছিল ১ লাখ গণস্বাক্ষর। এ পর্যন্ত ৯০ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে – যার মধ্যে বইমেলা থেকে গত দশ দিনে স্বাক্ষর সংগ্রহের পরিমাণ ২০ হাজারের উপরে। প্রথম পর্বে ১ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য যার ফলে পূরণ হচ্ছে বলে প্রতীয়মান হয়। ২১শে ফেব্রুয়ারি প্রথম পর্ব শেষ করে ২২শে ফেব্রুয়ারি প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করার প্রস্তাব ছিল।

সেই অনুযায়ী ২২শে ফেব্রুয়ারি প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। প্রেস কনফারেন্স : রবিবার, ২২শে ফেব্রুয়ারী ২০০৯ বিকাল ৩:০০ ঘটিকা জাতীয় প্রেস ক্লাব (দোতলায়) প্রেস ক্লাব -এর বুকিং খরচ বাবদ ৩০০০/- টাকা দিতে হবে । ব্যানার, প্রেস রিলিজ ফটোকপি এবং কুরিয়ার মারফত বার্তা প্রেরণ বাবদ সর্বমোট ১০০০/- টাকা প্রয়োজন হবে । এর মধ্যে আমরা বিভিন্ন ব্লগারদের কাছ থেকে সর্বমোট ১৫০০/- টাকা প্রদানের নিশ্চিত আশ্বাস পেয়েছি । এখনো ২৫০০/- টাকা প্রয়োজন ।

ফান্ডিংয়ে আগ্রহীদের বইমেলায় সংহতি স্টলে (স্টল নং -১৯২) এ ব্যাপারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে । এছাড়া রুবেল/অরণ্য আনাম/অমিত -এর সাথেও এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন । আপডেট ১ : আরো ১০০০ টাকা প্রদানের আশ্বাস পাওয়া গেছে। মোট টাকার পরিমান - ২৫০০ টাকা। এখন আরো ১৫০০ টাকা প্রয়োজন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.