আমাদের কথা খুঁজে নিন

   

একুশ আমার অহংকার আমি তোমায় ভুলবো না



যুদ্ধ শেষ এখন শুধু জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা। কিন্তু আমরা একজন পরাজিত সৈনিক কারণ হচ্ছে যুদ্ধের সময় আমরা তাদের সঙ্গে থাকতে পারলামনা। কত রক্ত কত মা বোনের লাঞ্চনা ও তিক্ততার মধ্যে। আজ আমাদের অজিত স্বাধীনতা। যাদের আত্ম্যত্যাগের বিনিময়ে আজ আমরা বিশ্বের দরবারে ঠাঁই পায়।

মাথা গোজার মতো সোনার একটু মাটি পায় যার জন্য আমাদের চোখের অজশ্র অশ্রু লোনা জল গড়েছে। কি বলব দুঃখের কথা কথার আর চিত্র সামনে ভাসতেই গলা সুকিয়ে কাঠ হয়ে যায়। একটা লাশের উপর আর একটা লাশ একজনের মাথা একজনের দেহ, অন্য জনের শুধু শরীর এবং হাত। একটা কবরে এক সাথে অনেকগুলো লাশ চাপা মাটি দিয়ে পুতে রাখতো। কত কষ্ট কত ব্যাথায় ভরা মন নিয়ে নিজেদের মানুষকে চোখের সামনে মেরে ফেলা আবার তাদের হুকুম মতো সবাইকে একই কবরে শুইয়ে চাপা মাটি দিয়ে পুতে রাখা।

এমন অনেক সময় এসেছে যে মানুষ নামের অমানুষ জীব জন্তুরা আমাদের মা-বোনদের সোনার টুকরো শরীরটাকে নগ্ন করে কুড়ে কুড়ে খেয়েছে। তখন মা বোেনরােকোন প্রতিবাদ না করে নিজের জীবন নিরবে নিস্তব্দে সপে দিয়েছে। ওমা মাগো আমরা তোমায় কি করে ভুলব বলো। একটা ছোট শিশু কেউ ওরা রক্ষা করেনি কারণ তারাই জাতির ভবিষৎ হয়ে এদেশের জন্য জয় ছিনিয়ে আনবে। নিরিহ বাবা-মার সামনে কচি শিশুটিকে গুলি করে মেরে ফেলেছে।

তখন মাতার মন কি হয়েছে। আটকে গেছে সব কথা কেউ কথা বলতে পারেনি শুধু ফুপিয়ে ফুপি কান্না ছাড়া কোন পথ খোলা নেই। অবিরাম বারিধারায় অশ্রু ঝরছে। হে যীশু হে জাতির সফলকামী সৈনিক তোমার জীবনের বিনিময়ে আজ আমাদের পায়ের নিচে সোনার মাটি মুঠো রয়েছে। তোমায় আমরা গভীর ভাবে স্মরণ করবো।

কউ বীরের জাতি তোমরা কোথায় এই দেখ ১৪ কোটি জনতা তোমাকে ফুলদিয়ে বরন করবে বলে দাড়িয়ে আছে কত মানুষ দেখছো। আমরাও আসব কোন ভয় নেই। দেখ তোমাদের স্বপ্ন সফল হয়েছে। আজ সাবাই স্বাধীন মুক্ত মনে ঘুরে ফিরছে আত্মীয় স্বজন নিয়ে তারা সুখে দিন যাপন করছে। দেখছো তো তোমাদের কষ্ট বিফলে যায়নি।

তোমরা যা চেয়েছিলে তাই হয়েছে। এই দেখ আমাদের সামহোয়ারইন ব্লগ তোমাকে কি শ্রদ্ধাভারে স্মরণ করছে। সামহোয়ারইন ব্লগ এর জীবন তরীর পাতা খুললেই তোমার দেওয়া স্লোগান মাথার উপরে টানানো আছে দেখছো তো। আচ্ছা তোমরা কি জানতে এমন একটা দিন তোমাদের জীবনের বাইরে আসবে। এই দেখছো যা কিছু সবই তোমাদের জায়গা তোমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা ঘর বানিয়ে বসে আছি।

না না আর তোমাদের ঘর ভাঙতে দেবনা। তোমরা কোন চিন্তা করোনা তোমাদের জন্য আমরা রাত পেরিয়ে ভোর হওয়ার আগেই আমরা উপহার দিব নতুন আগামী। যে থাকবে না কোন জঞ্জাল কোন হিংসা বিদ্দেশ সবাই হবে সবার। আরো শুনেছো তোমাদের উপলক্ষ্য আসবে আগামী ২১ শের মেলায় আরো গভীর ভাবে তোমাতে স্মরণ করবে। আরও শুনেছ বর্তমান সরকার শপথ নিয়েছে আসবে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে বেকার মুক্ত করবে।

আর ২০১১ সালের মধ্যে বাংলাদেশকে করবে ডিজিটাল বাংলাদেশ। যে বাংলার নিষ্পাপ প্রাণ কর্মের জন্যে ছোটা ছুটি করতে হবে না। সরকার নিজে থেকেই মনে হয় সবার জন্য কাজের সংস্থান করে দেবে। হে বীরের জাতি তোমাতে ধন্য হলো মোদের জীবন। গড়বো সোনার বাংলা সবাই মিলে তোমাদের স্মরণ রাখবো জীবন বেলার শেষ বিকাল পর্যন্ত।

ভুল যেন না হয় কখনও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।