আমাদের কথা খুঁজে নিন

   

হিরক রাজার দেশে

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

হিরক রাজার দেশেঃ লেখাপড়া করে যে, অনাহারে মরে সে। । শিক্ষাই জাতির মেরুদন্ড। সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা খাতে সরকারের সিংহ ভাগ অর্থ বরাদ্দ থাকে।

কিন্তু এখনও একটি উল্লেখযোগ্য অংশ প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়ছে। শুধু তাই নয়, অনেক পরিবার সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু সচেতনতার অভাবে এই ঝড়ে পড়া শিশুদের স্কুলে পাঠায় না। আমার প্রশ্ন এই ঝড়ে পড়া শিশুদের তালিকা কেন প্রস্তুত করা হয় না? তাদেরকে যদি শিক্ষা ব্যবস্থার আওতায় না আনা যায় এবং তার একটি উল্লেখযোগ্য অংশ ১০/১৫ বছর পর অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত হলে দেশটি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়ে যেতে পারে। দেশের প্রতিটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব সরকারের। সরকার যদি আন্তরিক হয়, তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একটা ক্যাশ ইনটেনসিভ দিয়ে স্কুলমুখী করতে হবে।

সুপারিশঃ যেসব মা বাবা আর্থিক অসঙ্গতির কারণে স্কুলে না পাঠিয়ে কাজে যেতে বাধ্য করে, তাদের জন্য ৫ বছর অথবা ৩ বছর মেয়াদী আর্থিক সহায়তা ঘোষণা করা যেতে পারে। প্রতিটি স্কুলে সকালে হাল্কা নাস্তা, দুপুরে খাবারের ব্যবস্থা, শিক্ষা ব্যয় নির্বাহের ব্যবস্থা করা যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.