আমাদের কথা খুঁজে নিন

   

কার সংবাদটি সঠিক?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

গতকাল এই ব্লগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাটা বেশ কয়েকবার এসেছে। পোষ্ট গুলো পড়ে যা বুঝেছি তা হলো, অনুষদের প্রথম বর্ষের ছাত্ররা সেই অনুষদের প্রথম বর্ষের ভর্তিচ্ছু ছাত্রীদের র‌্যাগের নামে শারীরিক ভাবে অপমান করছে। যেমন এক মেয়েকে উরুর উপর পাজামার কাপড় তুলে নাচতে বাধ্য নাকি করা হয়েছে। এবং এই খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেই খবর সংগ্রহ করতে যেয়ে সেই অনুষদের শিক্ষার্থী দ্বারা প্রহৃত হয় এবং আরো কয়েকজন ফটোসাংবাদিকের ক্যামেরা ভাংচুর করা হয়।

যাই হোক সত্য মিথ্যা তারাই বলতে পারবে যারা ঘটনাস্থলে ছিল। চারুকলা অনুষদের শিক্ষক, শিশির ভট্টাচার্য হওয়াতে তিনিও এই ঘটনার সাথে জড়িয়ে যান। আজকে বিভিন্ন পত্রিকায় এ খবরটি প্রকাশ হয়েছে বিভিন্ন আঙ্গিকে। খেয়াল করলে দেখা যায়, সবাই যে যার মত করে লিখেছে নিজেকে বাঁচিয়ে। শিশির ভট্টাচার্য প্রথম আলোর একজন কার্টুন আঁকিয়ে।

ভালো কার্টুন আঁকেন। ক্যাম্পাসে গতকাল বিক্ষোভ মিছিল বের হয়। এবং আল্টিমেটামও দেয়া হয়। চারুকলার শিক্ষার্থীদের হাতে চার সাংবাদিক লাঞ্ছিত (যায়যায়দিন) Click This Link শিশির ভট্টাচার্যকে লাঞ্ছিত করায় উত্তেজনা: চার সাংবাদিককে মারধর (প্রথম আলো) Click This Link চারুকলার উশৃংখল শিক্ষার্থীদের হামলায় ৫ সাংবাদিক আহত। (ইত্তেফাক) Click This Link প্রত্যেকটি পত্রিকার রিপোর্ট গুলো বিভিন্ন ভাবে করা হয়েছে।

কিন্তু কোনটা সত্য? সব গুলো থেকে প্রথম আলোর শিরোনামটি আলাদা। ভিন্ন অর্থ বহন করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.