আমাদের কথা খুঁজে নিন

   

রনি সিরিজ(প্রাপ্ত +).৩



রনি সিরিজের দুই পর্বে দেখা গেছে রনির বয়েস ৫/৬। ছোট্ট রনি কিছুটা বড় হয়েছে। ১০/১১ বছর। স্কুলে ভর্তি হয়েছে। কয়েকদিনের মধ্যেই তার কিছু বান্ধবীও জুটে যায়।

একদিন ক্লাসে, হাত উচু করে টিচারকে বলছে, আমার একটা প্রশ্ন ছিলো। টিচার বললেন, কি? রনি বললো, আচ্ছা ম্যা'ম একটা ১১ বছরের ছেলে আর একটা ১০ বছরের মেয়ে যদি একসাথে থাকে, তাহলে কি কিছু হয়? ম্যাডাম রেগে মেগে বললেন, দুষ্ট ছেলে, বসো। কিন্তু দমে যাওয়ার পাত্র রনি নয়। সে আবার সুধায়, রনি বললো, আচ্ছা ম্যা'ম একটা ১১ বছরের ছেলে আর একটা ১০ বছরের মেয়ে যদি একসাথে থাকে, তাহলে কি কিছু হয়? ম্যাডাম আবার ঝারি, বললামনা তোমাকে, এসব বাজে কথা বলবেনা ক্লাসে। রনি আবার দাড়ায় এবং বলে, ম্যা'ম আমার উত্তরটা খুবই দর্কার।

একটা ১১ বছরের ছেলে আর একটা ১০ বছরের মেয়ে যদি একসাথে থাকে, তাহলে কি কিছু হয়? ম্যাডাম এবার বললেন, না, কিছুই হয়না। এবার বসো। এবার রনি তার পাশের গার্লফ্রেন্ডকে মাথা নেড়ে বলে, দেখেছো, বলছিলামনা, কিছু হবেনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।