আমাদের কথা খুঁজে নিন

   

রায়গঞ্জ ভাতিজার লাঠির আঘাতের চাচার মৃত্যু

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নকলা ইউনিয়েনর এরান্দহ গ্রামে ভাতিজা আবুল কালাম আজাদের (৩৮) লাঠির আঘাতে মারা যান চাচা শাহজাহান আলী ওরফে চেরাগ আলী (৬৫)।
শাহজাহান আলী এরান্দহ গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে শাহজাহান আলী ও ভাতিজা আবুল কালাম আজাদের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। সকালে এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা আজাদ অন্য এলাকা থেকে লোক এনে চাচার বাড়িতে হামলা চালায়।


এ সময় আজাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান শাহজাহান আলী।
এ ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছে।
গ্রামবাসী ঘটনাস্থল থেকে নলকা ইডেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদসহ দুইজনকে ধরে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহমুদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।