আমাদের কথা খুঁজে নিন

   

স্বামী ও স্ত্রী দিবস

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

পশ্চিমাদের কল্যাণে আমরা অনেকগুলো দিবস পেয়ে গেছি। তার মধ্যে ভালোবাসা দিবস, বাবা দিবস, মা দিবস, বন্ধু দিবস, শিক্ষক দিবস অন্যতম। এসব দিবসের মধ্যে ভালোবাসা দিবস তরুণ তরুণীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। যেই ভালোবাসা ব্যাপারটা ছিল শরমের ব্যাপার' তা এখন মোটামুটি প্রকাশ্যে চলে এসেছে। মোবাইল ফোনের কল্যাণে ভালোবাসার চেয়েও তার প্রকাশ বেশি হয়ে দাঁড়িয়েছে।

মোবাইল ফোন অপারেটররা প্রেমিক প্রেমিকাদের প্রতি দয়াপরবশ হয়ে রাত ১২টার পর থেকে কলরেট কমিয়ে রেখেছেন। আহা ! কী এক একটি রাত কাটছে তাদের কথামালা ছড়িয়ে। ডিজিটাল প্রেম বলে কথা ! কিন্তু এত দিবস সম্পর্কে শুনলেও স্বামী দিবস বা স্ত্রী দিবস বলে কোন দিবসের কথা এখন পর্যন্ত শুনিনি। অন লাইনে সার্চ করেও পেলাম না। অথচ সফল প্রেমিক প্রেমিকার ভবিষ্যৎ রূপই তো স্বামী স্ত্রী।

যদি স্বামী বা স্ত্রী দিবস না থাকে তবে এখন থেকে কোন একটা দিন কি আমরা স্বামী দিবস বা স্ত্রী দিবস হিসেবে পালন করতে পারি না ? স্বামী স্ত্রীর সম্পর্কটি বিশেষভাবে ঝালিয়ে নেয়ার জন্য একটি দিন থাকলে মন্দ কী ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।