আমাদের কথা খুঁজে নিন

   

রোমিওদের গুল্লি মারি..........



ওয়েট করতে..... করতে......... ২৫ বসন্ত পার করে হঠাৎ করে বিয়ে করে ফেললাম। আমার বউ এর রোমিওদের বিষয়ে আমি আবার বেশ উদার। তাদের কে বিয়েতে দাওয়াত করেই ক্ষান্ত হয়নি বাসায় ও নিয়ে এসেছি। বিয়ে করার দেড় মাসের মাথায় ভ্যালেন্টাইন। কিন্তু মনের দু:খ বউ আর আমি ৮৫০০ মাইল দূরে।

এত দুরুত্ব তো মনের আবেগ দিয়ে পার হওয়া যায় না এমিরেটসের একটা টিকেট লাগবে নূন্যতম। আবেগের দাম ৫৮০ পাউন্ড মাত্র। মনের দু:খ এখানে নয় রাতে বউকে ফোন করার পর তার মন খারাপ করে দেয়ায় সে মোবাইল বন্ধ করে রেখেছে। পরে অনেকবার চেষ্টার পর ও দু:খিত শুনতে শুনতে অনেক দু:খ পেয়েছি। কিন্তু আরও দু:খ পেয়েছি বাংলাদেশের থেকে বউ এর রোমিওর একটা এস এম এস পেয়ে: +8801722494147 One should always be in love. That is the reson one should never marry. Take away love and our earth is a tomb. ( Happy valentine's day ) Fardin যেভাবে লিখা আসছে সেভাবেই দিয়ে দিলাম।

বানান ভুলের জন্য ঐ রোমিও দায়ী। বউ একটা এস এম এস পাঠাইলনা অথচ বউ এর রোমিও ঠিকই আমারে মনে রাখছে। ব্যাটাকে ফোন করে গুষ্টি ঊদ্বার করব আগামিকাল সকালে। ভাইরে তোর এ্যপলিকেশন এখানে রিজেক্ট হইছে আমার টা একসেপ্ট হইছে, যদিও ম্যাচ একসাথেই খেলতে নামছিলাম। এবার পরাজয় মাইন্যা ল।

তা না হলে মাইনকা চিপায় ( জিনিসটা আসলে কি আমি তা জানিনা ) ফালামু। দৌড়ের উপর টেম্পু ধরবি, মাঝখানে বইবি ঝাক্কি কম লাগব!!!। সব সফল প্রেমিকদের জন্য ভ্যালেন্টাইনের শুভেচ্ছা রইল। আর যারা বিফল.............. দূর মিয়া প্রেম মানুষে করে। প্রেম যারা করে তারা বোকা।

( আঙ্গুল ফল টক আরকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.