আমাদের কথা খুঁজে নিন

   

হকিংস ও জিল্লুর রহমান।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

স্টিফেন্ হকিন্সের নাম উঠিয়েছিলাম এই সেদিন একজনের ব্লগে। আমার কথা ছিল যে ওঁ এখনো বিজ্ঞানে অসাধারন অবদান রেখে যাচ্ছেন চরম দৈহিক প্রতিবন্ধকতা থাকা সত্যেও। আমি মহমান্য রাস্ট্রপতির শারিরিক যোগ্যতা নিয়েই শুধু প্রশ্ন তুলেছিলাম। Click This Link Click This Link শপথ নেয়া একজন রাস্ট্রপতি বলেন কিভাবে ''আমার নেত্রী জীবনে কখনো,কোনদিন ভুল করেননি''? মহমান্য রাস্ট্রপতির একজন নেত্রী থাকতে পারে কেমন করে? এখন যে তাঁর মানসিক যোগ্যতা নিয়েও সন্দেহ হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।