আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাম থেকে পড়তে আসা জগন্নাথের কতিপয় সোনার ছেলেদের র্কীতি।



ধরা পড়ল পুরান ঢাকার দুর্ধূষ মোবাইল ফোনের মাধ্যমে চাদাবাজ করা গোষ্ঠী । আজ দৈনিক ইত্তেফাকে এর প্রথম পাতাতে ভাগ্যবানদের ছবি সহ প্রতিবেদন প্রকাশ করে। গ্রেফতাকৃতদের সংখ্যা ২৫ জন। এদের মধ্যে দুই জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একজন ইসলামের ইতিহাস যার নাম ফরিদ আল মাহমুদ ওরফে রাজু আরেক জনের নাম সামুন মোল্লা যিনি পরিসংখ্যান বিভাগের ছাত্র।

এদের সাথে মিজানুর রহমান এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একজন কর্মচারীও গ্রেফতার হয়েছে। এরা সকলেই মাদারীপুর জেলার পূর্ব লন্দি গ্রামের বাসিন্দা। কুখ্যাত চাদাবাজ ও সন্ত্রাসী ডাকাত শহীদের নামে তারা মোবাইল ফোনে চাদাবাজি করত। পত্রিকাতে এদের দ্বারা দুই অথবা একজনের চাদাবাজের স্বীকারের কাহিনী প্রকাশ পেয়েছে। কিন্ত তদন্ত যদি একটু গভীর ভাবে করা হয় তবে দেখা যাবে এর বিস্তার ব্যপক।

আমাদের পুরান ঢাকার লক্ষীবাজারের এই এলাকাতে অনেক স্কুল কলেজ যা অন্য কোথাও দেখা যায় না। এলাকাবাসী হওয়াতে আমি জানতে পেরেছি । এই সব চাদাবাজরা এলাকার স্কুল পড়–য়া মেয়ে ছেলেদের টার্গেট করে। স্কুলের মেয়েদের কে জোড় করে উঠিয়ে নেওয়ার হুমকি প্রদান করে মোবাইল ফোনে অভিবাবকদের । ফলে অসহায় অভিভাবকগণ লোক লজ্জার ভয়ে তাদেরকে টাকা প্রদান করতে বাধ্য হয়।

এভাবে তারা এলাকাতে রাম রাজত্ব কায়েম করে ডাকাত শহীদের নামে মোবাইল ফোনে হুমকির মাধ্যমে। ডিবির পুলিশের কাছে আমাদের অনুরোধ এরা কিভাবে তথ্য সংগ্রহ করে, কার কাছ থেকে মোবাইল ও টেলিফোন নাম্বার পায় এসব সবিস্তারে উদঘাটন করবেন। এরা যদি জামিন পায় তবে আবার এসব শুরু করবে। এদের সাথে এলাকার যেসব বহিরাগত মিশে তাদের লিংকটাও যেন ডিবি পুলিশ বের করে। ডাকাত শহীদ পুরানো ঢাকায় একটি পরিচিত নাম।

বর্তমানে উনি ভারতের কলকাতা পুলিশের নিকট বন্দী আছেন। এই ডাকাত শহীদ সর্ম্পকে নানা রকম কাহিনী শোনা যায় লোকমুখে। উনি নাকি কোন অস্ত্র শস্ত্র ছাড়াই প্রকাশ্যে চাদাবাজী করতেন। বিএনপির কুখ্যাত প্রয়াত চাদাবাজ নেতা সগীরও নাকি তাকে চাদা দিত শোনা যায়। অনেকে বলেন ডাকাত শহীদ নাকি ভদ্র ভাবে গৃহে প্রবেশ করে সোফায় বসে গৃহস্বামীকে আলমারি খোলার নির্দেশ দিতেন।

ডাকাত শহীদকে দেখে আপনি কখনই বুঝতে পারবেন না যে সে একজন কুখ্যাত চাদাবাজ ও খুনি তার কথা বার্তার মাধ্যমে। এলাকার লোকাল লোকের মুখে এসব শুনইে আমাদের গ্রাম থেকে পড়তে আসা বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীরা ডাকাত শহীদের নাম তাদের পেশা সাথের ব্যবহার করতে উদ্যত হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।