আমাদের কথা খুঁজে নিন

   

আমার এলোমেলোবেলা: আমাদের গ্রাম, আহ! আমাদের গ্রাম!!!

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

এলোমেলো দিনগুলোতে অনেক কিছুই করেছি। কি যে করিনি, সেটাই গবেষনার বিষয়। হটাৎ একদিন সখ জেগেছিলো বাঁশি বাজানো শেখবো। ঢাকা ইউনির আসে পাশে ঘুড়ে বেশ ভালো কয়েকটা বাঁশি কিনে নিয়ে এসেছিলাম। যখনই সময় পেতাম, চলতো ফু-ফা।

কাজের কাজ কিছুই হয়নি প্রথম দিকে। ছেড়ে দেবার পাত্র নই.. সুতরাং লেগে থাকলাম। কম্পিউটারের মতই এই বিষয়েও আমার কোন গুরু ছিলো না। তবে কম্পিউটারে কিছুটা সাফল্য পেলেও এবিষয়ে সাফল্যের হার খুবই নগন্য..... তো যাই হোক, গতকাল রাতে বাঁশি বিষয়ক কিছু কথাবার্তা ও আজকে সকালে 'আমাদের গ্রামে'র চমৎকার একটা আবৃতি শুনে সেই বাঁশি বাজানোর কথা মনে পড়ে গেল। কারন বাঁশি বাজানো শেখার পেছনে গ্রামে এক লোকের বাঁশি বাজানোর ইতিহাস জড়িত।

সেই ইতিহাস বলে কাউকে বিরক্ত না করে বরং কিছুক্ষন আগে রেকর্ড করা দুটো ফাইল সবার সাথে শেয়ার করি... বিরক্ত লাগলেও পুরোটা শুনে দেখতে পারেন। অনেকদিন পরে বাজানোর কারনে খুবই বাজে অবস্থা যদিও..... বাঁশি - ১ বাঁশি - ২ (একটু এডিটেড) 'আমাদের গ্রাম' আবৃতিটাও দিলাম। আমাদের গ্রাম আমাদের গ্রাম - ব্যাকে আমার বাজানো বাঁশি মিক্স করে দেখলাম কেমন হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.