আমাদের কথা খুঁজে নিন

   

দেখলাম-- বস্তির কুত্তা কোটিপতি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

এই এইখানে কৌশিক ভাইজান বড়ই চমৎকার ভাবে সমালোচনা এবং আলোচনার ফুলঝুরি ফোটানোর পর আর কিছু বলার বাকী থাকে না। তথাপি ঐ পোষ্টে মন্তব্য করেছিলাম ..`আজই দেখব ' ...ঘন্টা দুয়েক আগে আমি বস্তির কুত্তা কোটিপতি দেখলাম স্বচোখে। ওমন একটা সিনেমা দেখে দুটো এলোমেলো ভাব ফোটানো আলোচনার খই না ছড়ালে আসলে ঠিক মনঃপুত হয় না দেখার পর উচ্ছ্বাসের মাত্রা। অস্কারের মাঠে উড়াল দিছে বলে মনে হয় ছবির আগে পড়ে কিছু হলিউডি ঢং যুক্ত করা হয়েছে। তাছাড়া আর পুরো সিনেমাটিতে কোন বিসদৃশ্য চোখে ধরা পড়া তো দূরে থাক ...চিন্তায় আসেনা অন্তত মনোমুগ্ধ ভাবে সিনেমাটি দেখার সময়।

এতই রিয়েলস্টিক করেছে তাই ভাবি..টাট্টিখানা নিচে গুয়ের খাদে ডুব দেয়ার সিনটিও আবার রিয়েল নাকি? ( সত্যিকার কোন স্লাম ডগ দিয়ে অভিনয় করালে সেটাই ভাবতাম, কিন্তু ..) ছবিটি অসাধারণ ..তাই অনেককাল মনে থাকবে যখন বুঝতে পারছিলাম তখন মাথার ,মধ্যে খোঁচাচ্ছিল নেতিবচাক দেবতার অসুস্থ শূড়গুলো। তাই ভাবতে ভাবতে মনে পড়ল....যতই মধুর হোক না কেনো , সেই গদবাধা কিছু তাত্ত্বিক ইউনিভার্সাল ফিল্ম সূত্র প্রয়োগ হয়েছেই। যেমন------ ১। সততার জয়, আর অন্যায়ের ক্ষয় মানে মৃত্যু অবশেষে ২। ছোট ভাই মানে রক্তের টানের প্রতি মায়ায় শেষমেষ জীবন দান বড় ভাইয়ের ৩।

প্রেমের জয়.... নেতিবাচকতা আমায় কিঞ্চিৎ নিয়ন্ত্রন করে বিধায় ওমন ভাবা , আমি বুঝি। ক'জনা পারে ওমন একটা সুপারডুপার হিট অফবিট ছবি বানাতে। যেখানে সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখের রব নে বানায়ে জোরি এর মত ছবি হয় সুপার ডুপার বম্পার হিট। আমাদের দেশে এমন চিন্তা চেতনায় ছবি কবে হবে? কবে আমাদের দেশের অগনিত বস্তির কুত্তাদের প্রতিভু হয়ে উঠবে কোন এক হিরো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।