আমাদের কথা খুঁজে নিন

   

লজ্জা করে কেউ বই কিনবেন না, আর লজ্জা করে কেউ বিয়াও করবেন না।

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

“তাই বইলা ওভাবে ধরা খাওয়াবেন, আমি ঠিকই বুঝতে পারছিলাম...” “কি বল! ঠিকই আছে ( হা হা হা ) প্রতিদিন দুএকটারে ওভাবে ধরে আনলে কেমন হয়, মামুন...” কথাগুলো যখন বলছি তখন রিকশায় উঠে এলাকার দিকে প্রস্থান পরায়ন আমি এবং সাথে আমার এলাকার এক ফ্রেন্ড কাম বড় ভাই । ঘটনা রিকশায় ওঠার মিনিট আধ ঘন্টাখানেক আগের। বইমেলার ভেতরে ছিলাম। একাই হাঁটছি। পরিচিত মুখ , মানে আমাকে চেনে এমন মুখ খুব কমই চোখে পড়ছিল অথবা কষ্টের জলে ধোয়া চোখ আজকাল কাটছাট করে নিয়েছে দৃষ্টির বিস্তৃতি।

এলাকাত ভাইজান ফোন দিলেন , হয়তো গেজ করেছিলেন আমি বই পাগল মানুষ , মেলায় ঘুরতে ফিরতে আসতে পারি... উনি টাকা দিয়ে কিনে বই পড়বেন বলে আমার ঠিক বিশ্বাস হয়না। তাই ওনাকে বললাম , আপনি কোথায়? উত্তর এল যা আশা করেছিলাম , মূল চত্বরের বাইরে রাস্তার ওপরে ডিভাইডারে বসে , সাথে এক ফ্রেন্ড। বললাম, থাকেন, আমি একটু ঘুরে আর দুএকটা বই খরিদ করে কাউকে না পেলে আসছি। উত্তর এল আচ্ছা। কিন্তু একটু পরেই উনি আবার কল দিয়ে বললেন, মামুন তুমি কই ? তথ্য কেন্দ্রের সামনে এস।

এলাম। অনার বন্ধুর সাথে পরিচয় হলো। আমাকে পরিচয় করালো প্রথমে প্রোফেশন এর নামে , তারপর লেখক হিসাবে। ( একটু হাসলাম, কেউ লেখক পরিচয় করিয়ে দিলে আমার অন্তর হেসে ওঠে) এলাকাত বন্ধু ভাইজান ওনার সেই বন্ধুকে বারবার আমার নতুন বইয়ের কথা শোনাচ্ছিল। আমি বুঝছিলাম উনি শুনতে চাচ্ছিলেন না।

কিন্তু উনিও নাছোর বান্দা। “মামুন তোমার বই কোন স্টলে? চলো?” একরকম তার কথা ঠেলে ঠেলে আমাদের সকলকে জাগৃতি স্টলটির সামনে নিয়ে গেলো। জনাব বন্ধু স্টলে বই চাইলেন। বই নিলেন হাতে। একশ পাঁচ টাকা দাম শুনে একটু উষ্মা প্রকাশ করলেন মনে মনে, কেনো জানি বুঝলাম।

শেষকত কিনলেন। আমি কেনো জানি মনে মনে বিরক্তই হলাম। তার পাঁচমিনিটি পরে উনি আমার ফোন নম্বর চাইলেন। মন্তব্য করে জানাবেন। এই সুযোগে একটা অটোগ্রাফও বেচারাকে দিয়ে দিলাম।

তারপর রিকশায় ফিরে আসার সময় ...ভাইজান বললেন যখন “ ইস , বেচারা!মামুন তুমি যাবার পর ওই ব্যাটা বলছিল, এমন করে ওর সামনে বললে না কিনে পারা যায়, লজ্জার মধ্যে ফেলিস কেন?” ভাই , লজ্জা করে কেউ বই কিনবেন না, আর লজ্জা করে কেউ বিয়াও করবেন না। এদুটোতে আমার মনে হয় সবার ব্যক্তি স্বাধীনতা থাকা উচিৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.