আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের নাম লেডি'স স্লিপার।চমৎকার এক বাহারী ফুলের আনকমন নাম।

বিজ্ঞানের ক্লাসে কোন নিউটন বা আইনস্টাইনের বাণীর প্রতি অন্ধ বিশ্বাস ও ভক্তি নিয়ে বসবেন না। প্রতি ক্ষেত্রে সন্দেহ করুন, প্রশ্ন করুন অবিরত। বিজ্ঞান কারো বাণী দিয়ে চলেনা। বিজ্ঞান চলে যুক্তি ও প্রমাণের উপর। প্রতি লাইনে লাইনে প্রমাণ চাই।


سم الله الرحمن الرحيم সকল প্রশংসা আল্লাহর। অসংখ্য দরুদ নাযিল হোক তাঁর নবীর উপর বারবার। এখানে আছে আরো অনেক ছবি। এই ফুলটি দক্ষিন আমেরিকাতে পাওয়া যায়। একে লেডিস পারস, পকেটবুক ফ্লাওয়ার, স্লিপার ফ্লাওয়ার নামেও ডাকা হয়।

এই ফুলের সাদা অংশটি একটি স্থানীয় পাখি খাদ্য হিসাবে ভক্ষণ করে। এই ফুল গাছটি চির সবুজ এবং সাধারণত গরমকালে জন্মে। এর জেনাসের নাম হলো Calceolaria। যার অরথ হলো ছোট জুতা। কিছু অতীব জরুরী পোষ্টঃ মাথা খুব ঠান্ডা রেখে পড়তে হবে ইসলামের নবী (সল্লাল্লহু আলাইহিওয়আ সাল্লাম) এর বিরুদ্ধে নাস্তিকদের উত্থাপিত প্রায় সকল প্রশ্নের দাঁতভাঙ্গা জবাব ।

হুমায়ূন আহমেদের ২য় বিবাহ - পর্ব ৩ আর বিজ্ঞান দিয়ে যারা ইসলামকে মোকাবেলা করতে চায় তাদের জবাব দিতে নীচের পোষ্টগুলো পড়ুন। যারা বিজ্ঞান দিয়ে কোরআনের ভুল ধরেন তারা সবাই একটু দেখুন। সাইন্টিফিক মেথড সম্পর্কে আগে জানুন। দু'টি চুরির মামলা এবং সেই আলোকে বিবর্তনবাদ, পৃথিবীর স্থিরতা, আস্তিকতা- নাস্তিকতা এবং নাসার চাঁদে যাওয়ার প্রমাণ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।