আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসের U - টার্ন ২ (টার্ন বেকের কাহিনী)

পা

প্রথম পর্বের পর ঐ ঘটনার পর থেকেই আমার কেন যেন মনে হতে থাকে এত দিন যতই আল্লা খোদা করি না কেন এ সবই মিথ্যা। আর তাইত সবাইকে বলতে থাকি যে আমি এইসব ধর্ম টর্ম কিছুই মানি না। এমনকি ক্লাস ফাইভে থাকতেই আমি সবাইকে বলতে থাকি যে আমি নাস্তিক। এর মাঝে শুরু হয় আমার স্কুল ফাইনাল পরিক্ষা। অসাধারন পরীক্ষা দেই কিন্তু ফলাফল এত খারাপ হয় যে আমি কেন আমার পরিচিত কেউই কল্পনা ও করে নাই।

এই খারাপ ফলাফলের কোন কারনি খোজে পেলাম না শুধু একটা কারন ছাড়া। আপনারা বুজতেই পরছেন কারন টা কি? অগ্যতা আবার আল্লার রাস্তায় ফিরে আসলাম। আর এবার এত বেশী বারাবরি করতে লাগলাম নামাজ রোজা এসব নিয়ে যে আমার বাবা মা ই আমার উপর বিরক্ত হতে লাগলেন। একদিন আমি আমার সেই দুই বন্ধুকে তাদের ধর্ম ছেরে আমার ধর্ম গ্রহন করতে বললাম। যদিও তারা ও তখন নিজেদের নাস্তিক বলে দাবী করলেও আমার এই প্রসতাব পাবার পর তাদের মধ্যে ও আস্তিকতা ফুটে উঠে এবং তারা ও আমাকে তাদের নিজ নিজ ধর্ম গ্রহন করতে বলে ।

ফলে আর যা হবার তাই হয় আমাদের বন্ধুত্ব এই ধর্মিয় সংঘাতের নিচে চাপা পরে যায়। এরপরই আমার ক্লাশের এক মেয়ের সাথে সখ্যতা হয়। (যে কি না আমার জিবনে দেখা সবচেয়ে মৌলবাদি মেয়ে ছিল)। এভাবেই আমার বিশ্বাস ইউ-টার্ন মারার আগেই টার্ন বেক করে...। কিনতু কাহিনী এখানেই শেষ না।

ক্লাস ফাইভে খারাপ রেসাল্ট করে সিক্সে উঠলেও আমি ঠিকই বৃত্তি পাই তাও আবার টেলেন্ট পুল.............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।