আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসের পরিনাম



আমি বিশ্বাস করি যাকে আমি বিশ্বাস করব সে ও আমাকে বিশ্বাস করবে । আসলে ভুল এমনটা খুব কম মানুষ করে থাকে । তাই বলে আমি বিশ্বাস করা ছাড়ব না । একজনের জন্য সবাইকে ওমন ভাবা উচিত না । তরপরও টাইম আছে ।

কারন একবার আমার বিশ্বাস চলে গেলে আমি আর তার দিকে ফিরেও তাকাব না । আসলে আজকাল কিছু মানুষ তাদের সুরতি চেহারা নিয়ে বিপদে আছে । ভাবে কাকে না কাকে দেখাব পরে কিছু করলে । রাস্তা ঘাটে চিনে ফেললে কি হবে । তার চেয়ে ভাল আমার সুরতি চেহারা কাউকে দেখাব না ।

আরে আমি বলি তোমরা বোরকা পরে থাক না কেন ? কেউ চিনবে না ,দেখবেও না । ব্যস সলভ । প্রচন্ড রাগ উঠছিলো সুরত আলির ডায়লগ শুনে । হেন তেন আরে সরাসরি বলতে সমস্যা কি আমি ভয় পাই । যাও মাফ করে দিলাম ।

কারন তুমি ভয় পাও। আর কান ধরা লাগবে না । ভরা মজলিসে তোমার নাম ফাস করলাম না । কারন তোমার গলায় দড়ি একদিন তুমিই দিবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।