আমাদের কথা খুঁজে নিন

   

শকুন্তলার সিরিয়াল আসলেই চলে এল!

আমি যতটুকু জানি সেটুকু শেয়ার করতে পছন্দ করি। সেজন্য এই ব্লগ খুললাম।

আমি ক'মাস আগে শকুন্তলার পুরো কাহিনী নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম (Click This Link)। সেটার রিভাইসড ভার্সন (নুশেরা আপুর সাহায্যে) আমারনোটসে দিয়েছি। (Click This Link) সেটা অবশ্য পাঠ্যবইয়ের কাহিনী অনুযায়ী লেখা হয়েছে, আসল কাহিনীর সাথে না-ও মিলতে পারে।

তো যাইহোক সেই পোস্টে "বিবর্তনবাদী" একটা মন্তব্য করেছিলেন: "এই কাহিনী দিয়ে একতা কাপুর নয়া সিরিয়াল বানাইতে পারে। অথবা নিজের কোন সিরিয়ালে এহেন কাহিনী ঢুকাতেও পারে। তারে এই আইডিয়াটা কি করে দেওয়া সম্ভব?" উনার কল্পনা এখন বাস্তব। Star One চ্যানেলে গতকাল থেকে শুরু হয়েছে শকুন্তলার সিরিয়াল। সোম থেকে বৃহষ্পতিবার বাং সময় রাত ১০টায় দেখানো হচ্ছে।

কাহিনীর অনেক ডিটেইলস এখানে দেখানো হয়েছে। যেমন শকুন্তলার বাবা-মার "চলে যাওয়া"র কারণ সেখানে জানতে পারলাম। মা, অর্থাৎ মেনকা দেবতাদের নির্দেশ অনুযায়ী বিশ্বামিত্রের মনযোগ ভঙ্গ করেছে। তার এই কাজ শেষে তাকে পৃথিবী ত্যাগ করতে হবে এমনটা দেবতাদের নির্দেশ। আবার বিশ্বামিত্রও সাধনার তাগিদে শকুন্তলাকে ছেড়ে চলে গিয়েছিলেন।

জানি না আসল কাহিনী কদ্দুর গ্রহণ করা হয়েছে (যেমন একজন ভিলেইন দেখতে পেলাম!)। তবে কমদামি সিরিয়ালেই আশাকরি কাহিনীটা অনেকটা পরিস্কার হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।