আমাদের কথা খুঁজে নিন

   

সীমাহীন আকাশে জিরাফের লম্বা লম্বা ছায়া দেখে



সীমাহীন আকাশে জিরাফের লম্বা লম্বা ছায়া দেখে অবিরল বৃষ্টির ধুম লেগেছে নিসর্গে। কাজের তাড়া খাওয়া মানুষের মতো কীট পতঙ্গ আর পিপড়েঁরা ছুটছে যে যার মতো; ছুটছি আমরাও আর ফিরে আসছি জিরাফের লম্বা লম্বা ছায়া দেখে বাড়ি। রোদের উপেক্ষা ক্রমাগত বলে দিচেছ, ঝাঁপসা চশমার কাঁচ থাকবে আরও কিছু দিন। মেঘমল্লারের দুপুরগুলো এবার পালিয়ে বাঁচতে চাইছে হাফ ছেড়ে; আর সব জনপদের মানুষের মতো বাঁচতে চাইছি আমরাও। বাইরের বৃষ্টিস্নাত পৃথিবী ছেড়ে তাই ফিরে আসছি বাড়ি ফিরে আসছি সীমাহীন আকাশে জিরাফের লম্বা লম্বা ছায়া দেখে। বছরের শুরুতেই প্রথম আলো'তে কবিতাটা পড়ে বেশ ভালো লেগেছিলো। লিঙ্ক দেখুন Click This Link তাই ব্লগে শেয়ার করলাম। আজ জানতে পারলাম তরুণ এই কবির বই বের হয়েছে একুশে'র বইমেলায়। কবিতাপ্রেমীরা বইটা পড়ে দেখতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।