আমাদের কথা খুঁজে নিন

   

খুলনাবাসীর কথা শুনলেন মেয়র পদপ্রার্থীরা

মঙ্গলবার সকাল ১১টায় নগরীর শহীদ হাদিস পার্কে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
অনুষ্ঠানে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।
প্রার্থীদের কাছে খুলনার জলাবদ্ধতা নিরসন, সড়কবাতির উন্নয়ন, আইটি ভিলেজ প্রতিষ্ঠা, বন্ধ কলকারখানা চালু ইত্যাদি দাবি তুলে ধরেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।  
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির তালুকদার আব্দুল খালেক (তালা), বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মো. মনিরুজ্জামান মনি (আনারস) ও জাতীয় পার্টি সমর্থিত নাগরিক উন্নয়ন কমিটির শফিকুল ইসলাম মধু (দোয়াত-কলম) প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুষ্ঠানের মাধ্যমে মেয়র প্রার্থীরা জানান, জয়ী হলে তারা এলাকার জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ, কেসিসির মাস্টাররোলের কর্মচারীদের বিষয়ে পদক্ষেপ, পাইকারি কাঁচাবাজারের সংখ্যা বাড়ানো, হোল্ডিং মালিকদের ওপর নতুন ট্যাক্স আরোপ না করার ওপর গুরুত্ব দেবেন।
এই নির্বাচনে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট নগরীর একটি করে সাধারণ ওয়ার্ডে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।