আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ত অনামিকা



শরীরের ভেতর শরীর জ্বলে উনুনে আগুন জ্বলে কি দাহে? ফাগুনহীন এ কেমন দহনে পুড়ে রক্ত পুড়ে হাড্ডি মজ্জা মাংস স্নায়ু-রজ্জু তৃষ্ণায় চৌচির চাতকির প্রাণ, নিরবে গুমড়ে কাঁদে মনের মাধুকী কন্ঠ-নালী চেপে ধরে আছে নর-পিচাশ যেন নিয়ত খুনের খেলা দিচ্ছে তা’কে কত-না সুখ! আদিম শিকার নেশা যায় না পুরুষের নারী যেন শুধু কামনা সর্বস্ব মনহীন দেহ এক মাংসের লোভ লেহন করে পশু-হিংস্রতা বিভত্স লোলুপ চোখ দেখে কলসের বাঁক ঊরুর কদলী, জংঘা ঋজু আমি এক নারী, নিয়ত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জমিয়ে রাখছি ঘৃণা ধিক্কার অভিশাপ মেশা থুথু আমার থুথুর বৃষ্টি-ছাঁদ হবে দুর্বিনীত পুরুষদের মুখ ওরা চাতক পাখির মত সেই থুথুগুলো গিলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.