আমাদের কথা খুঁজে নিন

   

তেলের দাম কমলেও কমেনি গাড়ীর ভাড়া



আর্ন্তজাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশের বাজারে তেলের দাম একদম কমেনি। যা কমেছে তার কোন প্রভাব সাধারণ জীবনে পড়েনি। ৫৬ টাকা থেকে ডিজেল ও কেরোসিনের দাম এখন ৪৪ টাকা হয়েছে। কিন্তু গাড়ী ভাড়া কমেনি ৫ পয়সাও। প্রতিনিয়ত যাত্রীদের হয়রানী দেখার মত কেউ নেই।

তাইতো রোজই হাতাহাতি হচ্ছে গাড়ীর সুপারভাইজারের সাথে সাধারণ যাত্রীদের। আমাদের এই অবস্থার পরিবর্তনের জন্য সরকারের দৃষ্টিপাত করার প্রয়োজন। কারণ সরকারীভাবে কোন গাড়ী ভাড়া কমানো হয়নি বলে আজ এই অবস্থা। অথচ সরকার যদি তেলের দাম কমানোর সাথে সাথে গাড়ী ভাড়া কমানোর ঘোষণা দিত তাহলে আজ এ অবস্থা হতনা। যাই হোক আমরা সাধারণ মানুষেরা আশা করি হয়তবা এই সরকার গাড়ী ভাড়ার বিষয়টির দিকে দৃষ্টি পাত করে আমাদের সমস্যার সমাধান করবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।