আমাদের কথা খুঁজে নিন

   

তেলের দাম কমানো চলবে না

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এ যাবত যা লোকশান দিয়াছে তা পুষাইয়া নিয়া বিশ্ববাজারে মূল্য কমার কারনে এখন লাভের মুখ দেখছে। সরকার সিদ্বান্ত নিতে চায় দাম কমানোর কিন্তু আমি মনে করি দাম কমানো যুক্তি যুক্ত হবে না । কারন আমাদের দেশে একবার কোন কিছুর দাম বাড়লে তা কমেনা । সরকার তেলের দাম কমালে ও গাড়ীভাড়া কমবে না বরং না কমাইয়া ।এই অতিরিক্ত মুনাফা দিয়া আগামী ৫০বছরের জন্য বাংলাদেশে বড় বড় কয়েকটা রিফাইনারী বানাইয়া মজুদ করিতে পারে। এত বড় মজুদের জায়গা না পাওয়া গেলে কাপ্তাই জলবিদ্যূৎ অঞ্চলের তলদেশ পাকাকরিয়া মজুদ করা যাইতে পারে। যাহাতে ৫০ বছর পরে যখন ১লিটার পানির মূল্য ১০০টাকা হইলে তখন জ্বালানী তেল গড়াইয়া বৈদ্যুতিক টারবাইন ঘুরাইয়া জলবিদ্যুৎ এর পরিবর্তে তেল বিদ্যুৎ উৎপাদন করা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।