আমাদের কথা খুঁজে নিন

   

তেলের দাম, চোরাচালনান ও ভারত

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

আমাদের দেশে জ্বলানী তেলের দামের প্রশ্ন উঠলেই ভারতে তেলের দামের কথা আসে। আমাদের পন্ডিৎ সরকার মহাশয় বলেন (যখন যে সরকারে থাকে) ভারতে তেলের দাম বেশী অতএব আমাদের এখনে তেলের দাম ভারতের চেয়ে বেশী হতে হবে তা না হলে আমেদের সব তেল চোরাচালানের মাধ্যমে ভারতে চলে যাবে। (অন্তত এ ব্যাপারে বি,এন,পি সরকার, আওয়ামী লীগ সরকার ও তত্বাবধায়ক সরকারের কথা একই রকম) আজ পত্রিকায় দেখলাম ভারতে এখন পেট্রোলের দাম ৪৪ রুপী টাকার অংকে যা ৬১ টাকার (http://www.xe.com) সমান। আর আমাদের এখানে পেট্রোলের দাম ৭৪ টাকা ও অকটেনের দাম ৭৭ টাকা। তাহলে কি ভারত থেকে এখন সব তেল চোরাচালান হয়ে বাংলাদেশে চলে আসবে। এখন তো দাদাদের ভালোর জন্যই (যেহেতু আওয়ামীলীগ দাদাদের ভালোর ব্যপারে বেশী চিন্তিত) আমাদের এখানে পেট্রোলের দাম ৬১ টাকার চেয়ে কম হওয়া উচিৎ। তা যদি না হয় তাহলে ভারত থেকে চোরাচালানে আসা পেট্রোল কোথায় পাওয়া যায় জানা প্রয়োজন । দুর্মূল্যের বাজারে অন্তত কম দামে তেল তো পেতাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।