আমাদের কথা খুঁজে নিন

   

নরপিচাশের গালে জুতা



{ছবিটির সাথে লেখার কোন মিল নাই শুধুমাত্র স্যাম্পল হিসেবে ব্যবহারিত হল। } আমার বোনের মেয়ে জন্ডিস + গর্ভবতী ছিল হঠাৎ পড়ে গিয়ে মারাত্মক জগম হয় এবং বাচ্চার ক্ষতি হয়। গ্রামের হাসপাতালে নিয়ে যাই। জন্ডিস থাকায় অপারেশ করার ভয় পাছে ডাক্তার যদি ব্লাডিং কন্টোল করা না যায়। তারা রেফার করছে পাশ্ববর্তী বিভাগের বড় হাসপাতলে ।

আমরা এম্বুল্যান্সে করে বড় হাসপাতালে নিয়ে যাচ্ছি পথে ওর অবস্থা খুবই খরাপ হয় এবং হাতের স্যালাইন খুলে যায় ওর খিচুনীতে। অবস্থা বেগতি দেখে কাছের জেলা শহরের অপর একটি হাসপাতালের নিয়ে যাই। ওকে এ্যাম্বুল্যান্সে রেখে আমি জরুরী বিভাগে গিয়ে ডাক্তারকে রোগীর বিবরণ বলে ডাক্তারকে বলি ভাই তারাতারী আসুন আমার রোগীর অবস্থা খুবই খারাপ এম্বুল্যান্সে আছে স্যালাইন টা একটু লাগিয়ে দিবেন এবং ওর অবস্থাটা একটু দেখবেন। এটা বলাতেই বেটা ঝাড়ি দিয়ে বলে এখন সময় নেই ভর্তি করে দিন পরে দেখবো। আমি বলি রোগীকে নামানো যাবে না তাছাড়া ওকে রেফার করা হয়েছে বিভাগীয় হাসপাতালে।

কিন্ত পথে এঅবস্থায় নেয়া ঠিক হবেনা তাই আপনাকে অনুরোধ করছি। তাছাড়া রোগী আপনার গেইট এর কাছেই। বেটা কোন কথা বলে না। আমিও আবারও আমার সমস্যার কথা বলি কিন্ত বেটা কোন নজর দিচ্ছে না। মশগুল সামনে বসা দুই/তিনজন নার্সের সঙ্গে খেজুরী আলাপ জুরে দিয়েছে।

পরে আমি আবারও অনুরোধ করে বলি স্যার রোগী আপনার গেটের সামনে দয়া করে একটু আসুন বেটা বলে গেলি না পিয়ন ঢাকবো. এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল পায়ের জুতা খুলে ধারাম করে বেটার গালে বসিয়ে দিলাম এক ঘা। কলার চেপে ধরে বললাম যাবি কিনা বল। বেটা হতবাক হয়ে ওঠে দাড়িয়ে সুর সুর করে আমার পিছনে এসে এম্বুলেন্সের কাছে গিয়ে রোগীর অবস্থা দেখে স্যালাইন লাগিয়ে বলে দ্রুত ঐ হাসপাতালে নিয়ে যান এর অবস্থা দেখে মনে হচ্ছে এর একলামশিয়া (সম্ভবত নামটা এ রকম) হয়েছে । আমাদের হাসপাতালে একলামিশয়ার কোন ওয়ার্ড নেই। পরে আমি সরি বললাম।

দেখি বেটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আর ডান গালটা লাল হয়ে রয়েছে। আমার বোনের মেয়ে আল্লাহর রহমতে সুস্থ্য আছে। তবে বাচ্চাটি বাঁচানো যায়নি। ঘটনাটি প্রায় ৩ বছর আগের এর মধ্যে আর বাচ্চা হয়নি ঐ সমস্যার কারনে।

সবাই দোয়া করবেন এবার যাতে সুস্থ্য ভাবে নতুন অতিথি কোন সমস্যা ছাড়াই পৃথিবীতে আসতে পারে। ঐদিন একটা বিষয় আমার শিক্ষা হয়েছে আর তা হলো অপরাধীকে মারলে কিছুই হয়না কারণ অপরাধীর মন সব সময় দুর্বল থাকে। রোগীকে ফেলে যারা নার্সের সাথে প্রেমলীলায় মগ্ন থাকে তারা ডাক্তার না ডাক্তার রুপী নরপিচাস আর এরকম নরপিচাসের কপালে জুতাই জুটে। এই লেখাটি ব্লগের এক বন্ধু Click This Link তার ভাতিজার কাহিনী পড়ে খুবই খারাপ লাগলো। তাই আমার লেখাটি শেয়ার করলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.