আমাদের কথা খুঁজে নিন

   

পাপেট হত্যাকারীগন যখন আত্মখুনের কার্নিশে.....



যেসব সুতো ধরে রাখে বা ঝুলিয়ে রাখে বা অন্যকিছুতে অনুবাদ করে; পাপেটের নির্বিকার পলক সেইসব সুতোই কাঁচ বুনে দ্যায় যে বালকেরা, তাদের ইশকুলে পাপেটরাও যায়, দুলে দুলে নামতা পড়ে পড়া শেষে বালকেরা বৈচি বনে পাপেটগুলির ওপড়ানো চোখ দিয়ে নির্লিপ্ততা ছড়িয়ে দেয়....আর রংগিন কাপড় আর তুলো সকল হয়ে যায় একঝাক হট্টিটি এরপর বালকেরা পাপেট-সুতোর কার্নিশে ঝুঁকে দেখে আদ্যোপান্ত তারায় ঝুলে আছে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।