আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিমাত্রিক



ভালোবাসি শেষ বিকেলের লাজরাঙা আলোয় চোখে তার অতল জলের ছায়া; আর্দ্র ওষ্ঠে মাখা লুকোচুরি হাসি। থমকে যাওয়া সময়ে; তৃষিত চাহুনিতে দেখেছিলাম- ভালোবাসার মায়া। যে কাঁপন জেগে ছিল বুকে; থেমে থেমে এখনো তা বাজে। ঘৃণা করি যে হাত ছুঁয়ে নিয়েছিলে শপথ; কোমলতা ক্ষয়ে আজ রুক্ষতা। কষ্টরা চুইয়েপড়ে বিশ্বাস ভঙ্গের শিখর থেকে।

দ্বিধা মাখা চোখে তার; বিভ্রান্তির আলোরা খেলা করে। বুঝি কিছু ছিল তার না পাওয়া। পালানো হয়না আমারও; নিজেকে গুটিয়ে রাখা মুখোশের আড়ালে। কিছুই আমার যায় আসে না নিস্প্রাণ আলিঙ্গনে পাশ ফেরে কেউ; "কটা বাজলো?" । কাটা ঘুরে প্রহরগুলো আসে-যায়।

মাখা ভাত পড়ে থাকে পাতে। ইচ্ছে দাসত্বে স্বপ্নেরা; ক্ষ....য়ে..... ক্ষ....য়ে..... যায়। মাঝরাতে; ঘুম ভেঙে, ঘোর লাগা জ্যোৎস্নায়; চুপি চুপি জেগে থাকা- সারারাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.