আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনেই ত্রিমাত্রিক জাদুঘর

এ বিষয়ে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, রাইট ভ্রাতৃদ্বয়ের ১৯০৩ সালে উদ্ভাবিত বিমান, চীনের প্রাচীন কসমিক বুদ্ধ, এবং পানামা সাগরে পাওয়া ডলফিনের ফসিলের প্রতিকৃতি থ্রিডি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা সম্ভব।
স্মিথসোনিয়ান ইন্সটিটিউশন ১৩ নভেম্বর থেকে তাদের ওয়েবসাইটে ঐতিহাসিক বিভিন্ন ভাস্কর্য দেখা ও প্রিন্ট করার জন্য উন্মুক্ত করেছে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের মাথার ভাস্কর্য ও ফিলাডেলফিয়ার ১৭৭৬ সালে নৌযুদ্ধে ব্যবহৃত গানবোট।
স্মিথসোনিয়ান ইন্সটিটিউশনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার পর যে কেউ এগুলো দেখতে ও ডাউনলোড করতে পারবেন। থ্রিডি প্রিন্টারের মাধ্যমে ওই প্রতিকৃতিগুলো প্রিন্ট ও শিক্ষামূলক কাজে ব্যবহার করা যাবে।


স্মিথসোনিয়ানের ডিজিটাইজেশন প্রোগ্রাম অফিস এ ধরনের ২০টি ভাস্কর্য স্ক্যান করে সংরক্ষণ করেছে। অটোডেস্ক ও থ্রিডি সিস্টেমের প্রযুক্তি ব্যবহার করে সেগুলো প্রিন্ট করার উপযোগী করা হয়েছে। স্মিথসোনিয়ান ইন্সটিউটশনের এক্স থ্রিডি ওয়েবসাইটে রেজিস্টেশন করার পর যে কেউ তা ডাউনলোড করতে পারবেন। থ্রিডি প্রিন্টারে ডাউনলোড করার জন্য ওয়েব জিএল সক্রিয় করে জাভাস্ক্রিপ্ট এপিআই ব্যবহার করতে হবে। পরে তা থ্রিডি প্রিন্টারে প্রিন্ট করা যাবে।


ওই থ্রিডি মডেলগুলো এবং থ্রিডি প্রিন্টেড প্রতিকৃতি কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে ইন্সটিটিউশনের ওয়েবসাইটে।
জাদুঘরের কিউরেটরদের বাছাইয়ের ভিত্তিতে যেসব ত্রিমাত্রিক সরঞ্জাম এখানে সংরক্ষণ করা হয়েছে তা শিক্ষার্থীদের কাজে লাগবে। শিক্ষা, গবেষণা ও আলোচনায় এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।