আমাদের কথা খুঁজে নিন

   

"ঘ্যাচাং ঘ্যাচাং" কর্পোরেট দৈত্যগুলো শুধু "কাছে ছিলো না"

.............। একটু কথা বললেই "ঘ্যাচাং ঘ্যাচাং" কলরেট কেটে নিতে ওদের আছে হাজার কোটি টাকার বিনিয়োগ। দিন রাত ২৪ ঘন্টা প্রায় অর্ধশত টিভি চ্যানেলে লুংগি,সাবান,পিভসি ফিটিংস,ফার্নিচার,টর্চলাইট,রিয়েল এস্টেট,ব্যাংক,বীমা,কোমল পানীয়,স্নো-ক্রীম,প্রসাধন সামগ্রী থেকে শুরু করে জম্মনিয়ন্ত্রন পিল কত কত বিজ্ঞাপনের ঝাঁঝে ঘাঁড় নুইয়ে আসে দর্শকের ,অনুষ্ঠানের দৈর্ঘ্য ছোট থেকে হয়ে যাচ্ছে আরো ছোট। হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে সারাক্ষন টিভি দর্শকের সাথে থাকে এইসব কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। শুধু পাশে থাকে না মানুষের বিপদে "যেমন ছিলোনা সাভারে" কিন্তু ওদের একদিনের একটি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের টাকা দিয়ে কি না করা যেত সাভারে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য। হাতে গোনা দু'একটা ছাড়া এই দেশের বেশীরভাগ কর্পোরেট দৈত্যগুলোকে দেখা যায়নি আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে। আবার অনেক ব্যতিক্রমও আছে যেমন " এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল" ও আরো অনেকে, যারা সত্যিই "মানুষের কাছে থাকে" "দিন বদলে কাজ করে"  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।