আমাদের কথা খুঁজে নিন

   

বসের পকেটে নোকিয়া ৫৮০০

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আমার বস খুব সৌখিন মানুষ। এর আগেও এই ব্লগে দুইএকবার তার কথা বলেছি। উনি বিশেষ করে টেকনলজি বেইজড জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করেন। যেমন, লেটেষ্ট মডেলের ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ইত্যাদি।

উনি বেশীভাগ সময় ইন্টারনেট ব্রাউজ করেন এবং বিভিন্ন সাইট ঘুরে ঘুরে দেখেন। কোথায় কোন টেকনোলজি সম্মন্ধে কি বলছে। সেগুলো ব্যাপারে উনি বেশ আগ্রহী। ওনার টেবিলে শোভা পায় ছোট্ট একটি ল্যাপটপ, প্রথম যখন নোকিয়া এন সিরিজ এলো তখন উনি ৫৫ হাজার টাকা দিয়ে এন ৯৫ কিনলেন। তারআগে ইউজ করেছেন, এন ৯১, ইত্যাদি।

সেগুলোর মায়া শেষ। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে, উনি নোকিয়া ৫৮০০ এর পিছনে লেগেছেন। তখনও বাংলাদেশে ওটা লঞ্চ হয়নি। ইর্ষ্টান প্লাজা সহ বিভিন্ন জায়গায় উনি খোঁজখবর নিয়েছে। কিন্তু কোনজায়গাতেই সেট পাওয়া যাচ্ছে না।

নোকিয়া শপ গুলোতে অগ্রীম টাকা নিচ্ছে। টাকা জমা দিয়ে সবাই ওয়েট করছে। বসও টাকা জমা দিলেন। নির্দিষ্ট দিনে বসের ফোন আসলো সপার্স ওয়াল্ড নোকিয়া সেন্টার থেকে। বস গিয়ে কিনে আনলেন সেই কাঙ্খিত সেট।

বস আমার বেশ গর্বিত। বসের মুখে এখন হাসি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।