আমাদের কথা খুঁজে নিন

   

বসের সাথে কথোপকতন

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

ক্রিং ক্রিং... -হালো, ড: মাখ স্পিকিং --গুড মর্নিং, ওস্তাদ -কি ব্যাপার, কোন সমস্যা? --জ্বি ওস্তাদ, ডিভাইসের ইনফরমেশন তো কন্টোল সেন্টারে দেখা যাচ্ছে না। -কোন ইনফো? --ট্রান্সফরমার টেপ চ্যান্জার -হুমম..। আচ্ছা দেখো তো কমিউনিকেমন বোর্ড থেকে মেইন বোর্ডে ঠিকমতো মেসেজ আসতেছে নাকি? --আমি কি টেলডিয়াক (নিজস্ব পোডাক্ট)ব্যবহার করবো?? -হ্যা। (মনেমনে বলি, খাইছে।

এইটা কেমনে ব্যবহার করতে হয় ভুলে গেছি) --আচ্ছা। মেসেজ টাইপটা কি হবে। তোমার কাছে কি কোন কপি আছ(সবগুলো মেসেজই হেক্সাডিসিমাল ফরমেটে )?? -না, ঐটা তো অন্য একজন ডিফাইন করেছে। তুমি তাকে জিঞ্জেস করো। --ঠিক আছে ওস্তাদ।

আপনাকে পরে জানাচ্ছি। -তাড়াতাড়ি জানাবে। আমি তো কাল থেকে পুরো দুই সপ্তাহের ছুটিতে। আজ অনেক কাজ শেষ করতে হবে। (মনে মনে বলি, ব্যাটা জানি দেখেই তো আজকের মধ্যে করতে চাচ্ছি) ক্রিং ক্রিং..(অনেকক্ষন পর ফোন তুললো) -গুড মর্নিং ওস্তাদ।

--গুড মর্নিং -আচ্ছা, আমি কমিউনিকেশন বোর্ডের ম্যাসেজগুলো চাচ্ছি। তোমার কাছে আছে তো? --কিসের জন্য? -আমার ডিভাইস সিরিয়েল কেবল দিয়ে কাজ করছে। মানে সেটিং পোগ্রামে ঠিক ভ্যালু দেখাচ্ছে। কিন্তু ইথারনেট দিয়ে কন্টোল সেন্টারে কিছু ইনফোরমেশন আসতেছে না। --তুমি টেলডিয়াক রান করে ফাইলটা আমাকে সেন্ড করো।

সাথে তুমি যে ডাটা মডেল করেছো সেটাও পাঠাও। -ডাটা মডেল তোমার পাবলিক ফোল্ডারে দেখো অলরেডি কপি করে দিয়েছি। আর টেলডিয়াক কিভাবে ব্যবহার করে সেটা ভুলে গেছি । (কিভাবে ব্যবহার করতে হয় শেখালো। কয়েকশ ক্লিক করতে হলো) --হুমম, তুমি যে ডাটা পয়েন্ট ট্রান্সফর্মারের ট্যাপ পজিশনের জন্য ডিফাইন করেছো ঐটার নাম্বার বলো।

-০০৭.১৯৩,......। --ঐনামে তো কোন ডাটা পয়েন্টই নেই। তুমি তো ঠিকমতো ডাটাবেইজে এই পয়েন্ট এন্ট্রি করেছো? -(মনে মনে বলি-খাইছে) আমি তো পুরনো মডেল ড: মাখকে দিয়েছিলাম। উনি ঐটা দিয়ে ইথারনেট ড্রাইভ তৈরী করেছিলেন। --ব্যাপার না।

ভুল ধরতে পেরেছো সেটাই বড় কথা। -আমাকে কি ইথারনেট ড্রাইভারটা তৈরী করে দিতে পারবে?আমার ঐ সার্ভারে এক্সেস রাইট নেই। ঐটার লাইসেন্স শুধুমাত্র তোমাদের জন্য। --আমি তো এখন পারবো না। এই কন্টোল ডিভাইসের সেটিংস শুধু মাত্র ড: মাখ জানেন।

উনাকে জিঞ্জেস করো। তবে উনি এখন লাঞ্চে গেছেন। -ঠিক আছে। তোমাকে ধন্যবাদ। একটি মেইল বসের কাছে।

উনি লাঞ্চ থেকে এসে সাথে সাথে নতুন ড্রাইভ তৈরী করে দিলো। আমি ফার্মওয়ার তৈরী করে ডিভাইসে পুশ করে সিমুলেশন তৈরী করে দেখলাম কাজ করছে। এখন কন্টোল সেন্টারে বসে ট্রান্সফরমার টেপ চেঞ্জ অটোমেটিকেলি করা সম্ভব। বসকে ফোন করে জানালাম। বস খুশ।

আগামী কয়েকদিন ভালো মুডে অফিস করা যাবে। সেই চান্সে দুইদিন ছুটি নিয়ে নিলাম। অনেকগুলো অতিরিক্ত ঘন্টা আছে। ম্যানেজার ঘন্টা কমানোর নোটিশ দিয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।