আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ কি সম্ভব?



হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ কি সম্ভব? হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদের কোনো বিধান নেই। তবে প্রচলিত হিন্দু আইনে বিবদমান দাম্পত্য ১৯৪৬ সালের `বিবাহিতা নারীর পৃথক বাসস্টান ও ভরণপোষণ আইনের' অধীনে এখতিয়ার সম্পন্ন আদালতে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা করতে পারেন। স্বামী কর্তৃক নিগৃহীত নারী এ আইনের অধীনে স্বামীর কাছ থেকে পৃথক হয়েও ভরণপোষণের অধিকারী হতে পারেন। কিন্তু কোনোভাবেই বিবাহ বিচ্ছেদ করতে পারবেন না। পাশের দেশ ভারতে ১৯৫৫ সালে হিন্দু বিবাহ আইন পাস করা হয় এবং স্বামী-স্ত্রী যে কোনো যুক্তিসঙ্গত কারণে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন কিন্তু বাংলাদেশে এটা এখনো অসম্ভব। নারীর কাজের ক্ষেত্র এখন অনেক বেশি প্রসারিত এবং তা তৈরি করছে নারী নিজেই। মেধা, যোগ্যতা, দক্ষতায় নারী ক্রমেই নিজেকে এগিয়ে নিচ্ছে হাই এক্সিকিউটিভ অর্থাৎ নীতিনির্ধারণী এবং পরিকল্কপ্পনা গ্রহণকারীর পর্যায়ে। ব্যতিক্রমী কাজেও চ্যালেঞ্জ গ্রহণ করছে দৃঢ়তার সঙ্গে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.