আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটিশ আমলে দস্যু-লুটেরা ব্রিটিশদের সহযোগীতায় হিন্দু রাজাকারদের ভুমিকা পড়ুন।এই হিন্দু রাজাকারদের কারনেই আমরা ১৯০ বছর পরাধীন ছিলাম।

আমার পোস্টটা কতক্ষণ থাকে সেটাই দেখার বিষয়। ""চেপে রাখা ইতিহাস"""" বই থেকে দিলাম। লেখক-গোলাম আহমদ মোর্তজা। স্বাধীন সুলতানদের ন্যায় হিন্দুতোষণের এ বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়েছিলো পরবর্তীতে মুঘল সম্রাটদের প্রতিনিধি হিসেবে আগত বাংলার নবাবরাও। নবাব মুর্শিদকুলী খাঁর সময় কপট আনুগত্য দেখিয়ে তার আস্থাভাজন হয়ে উঠে মানিকচাঁদ নামক এক হিন্দু ক্যাশিয়ার।

পরবর্তীতে মুর্শিদকুলী খার অনুরোধে দিল্লির মুঘল বাদশাহ কর্তৃক তাকে ‘শেঠ’ উপাধি দেয়া হয়। তার বংশের ফতেহ চাঁদই হচ্ছে পলাশীর প্রান্তরের কুখ্যাত জগৎশেঠ। এই জগৎশেঠ তৎকালীন মুঘল সম্রাটকে তোয়াজ করে এতটাই বশ করেছিলো যে, একপর্যায়ে সম্রাট মুর্শিদকুলী খাঁকে সরিয়ে জগৎশেঠকেই বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন। জগৎশেঠ ছিলো রাজকোষাগারের খাজাঞ্চি অর্থাৎ ব্যাংকার। নবাব মুর্শিদকুলী খাঁর মৃত্যুর সময় তার তৎকালীন সময়ের সাত কোটি টাকা জগৎশেঠের নিকট গচ্ছিত ছিলো, যা সে ফেরত দেয়নি।

(সূত্র : চেপে রাখা ইতিহাস, গোলাম আহমদ মোর্তজা, পৃষ্ঠা ২০৬) এই অর্থকে ব্যবহার করেই পরবর্তীতে বিশ্বাসঘাতক জগৎশেঠ কুচক্রী ইংরেজদের পাশে দাঁড়ায়। কুচক্রী দস্যু ইংরেজদের পক্ষে দালালদের ক্রয় করতে ব্যবহৃত হয়েছিলো মুসলিম নবাবের রাজকোষাগারের আত্মসাৎকৃত অর্থ। ইতিহাসের পাতা থেকে বারবার মুসলমানরা সাপ চিনতে ভুল করলেও দুধকলা দিয়ে পোষা হিন্দু কালসাপরা ছোবল দিতে কখনোই ভুলে যায়নি। ইংরেজরা পর্যন্ত স্বীকার করেছে: The rupees of the hindu banker, equally with the sword of British colonel contributed to overthrow Muslim empire. (সূত্র : চেপে রাখা ইতিহাস, গোলাম আহমদ মোর্তজা, পৃষ্ঠা ২০৭) জামাতি হিন্দু দুটাই রাজাকার । মুনাফিক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.