আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভির কুইজ প্রসঙ্গে...........

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

বিটিভির কল্যানে আমরা বাংলাদেশের খেলা গুলো সরাসরি দেখতে পারছি। গত এই কয়েকদিনে বিটিভি খুব বেশী পরিমানে একসেস হয়েছে। আবার এখন অলস হয়ে পড়ে থাকবে। আবার হয়ত কোন একসময় সচল হবে।

ইদানিং কালে মনে হয় এই খেলাধুলা বাদে বিটিভি আর কেউ দেখে না। গতকয়েকদিন শ্রীলংকা আর জিম্বাবুয়ের সাথে ক্রিকেট ম্যাচগুলো সরাসরি দেখিয়েছে বিটিভি। খেলা চলাকালীন সময় মাঝে মাঝে টিভি ট্রেলারে দেখানো হলো একটি কুইজ। কুইজটি ছিল এমন: "আজকে খেলায় কে জিতবে? যদি বাংলাদেশ হয় তবে BTVQ লিখে A লিখুন আর শ্রীলংকা/জিম্বাবুয়ে হলে B লিখে 7171 নাম্বারে এসএমএস সেন্ড করুন। " পুরষ্কার হিসেবে ৩ জন বিজয়ীকে তিনটি আকর্ষনীয় মোবাইল সেট দেওয়া হবে।

এখন আমার প্রশ্ন হলো আপনারা বা আপনাদের পরিচিত এমন কি কেউ আছেন যিনি বা যারা এই কুইজগুলোর পুরষ্কার কোনদিন জিতেছে? নাকি শুধু ব্যাবসায়িক লাভে লাভবান হওয়ার জন্য মানুষকে দিয়ে এসএমএস নেয়া হচ্ছে। আজকাল টিভিতে বিভিন্ন প্রতিযোগীতার প্রতিযোগীদের বিজয়ী করতে যতখুশি এসএমএস দেয়ার আহব্বান করা হয়। মূলতঃ এরপিছনে থাকে পুরো ব্যাবসায়িক দৃষ্টিভঙ্গি। আবার দেখা যায়, কোন কোন প্রতিযোগী হেরে গেলেও আবার তাকে এসএমএস দিয়ে ফিরিয়ে আনার জন্য নতুন পর্ব দেয়া হয়। আসলে এটা মানুষের সেন্টিমেন্ট নিয়ে একধরনের খেলা।

যেগুলোতে এই স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো আর এসএমএস প্রোভাইডার কোম্পানীগুলো, আর মোবাইল অপারেটর লাভবান হচ্ছে। তাদের মধ্যে প্রফিট শেয়ার হচ্ছে। পকেট খালি হচ্ছে জনগনের। যত এসএমএস তত প্রোফিট। তাই তো বলা হয়, "যতখুশি তত এসএমএস দিয়ে বিজয়ী করুন আপনার পছন্দের প্রতিযোগীকে"।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।