আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভির কোন পরিবর্তন হয়েছে ?

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

এবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বগ্রহনের পর থেকে বিটিভিও নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে। তবে নির্দলীয় হতে পেরেছে কিনা সন্দেহ আছে। কারন শুনলাম সদ্য বিদায়ী সরকারের ক্যাডারদের সবাই নাকি এখনো বহাল তবিয়তে আছেন। এমনিতে সময় পাইনা বলে 7 মার্চ বিটিভি কি করে তা দেখার আগ্রহ ছিলো। আটটার সংবাদ ও পরে একটি বিশেষ অনুষ্ঠান দেখালো বিটিভি।

অনেকদিন পর বিকৃতিহীন পরিবেশনায় উঠে আসলো ঐতিহাসিক 7 মার্চ। তবে সার্বিক ভাবে অগি্নঝরা মার্চের পরিবেশনাকে আরো সত্যের কাছাকাছি নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে হলো। বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন পরিচিত সমর্থকের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলাম। তারাও অনেকটা সন্তষ্ট। যদিও বিএনপি সমর্থকরা স্পষ্ট করেই বলেছেন ইতিহাস বিকৃতির জন্য তারা নয়... জামায়াত গ্রুপ দায়ি।

অন্যদিকে আওয়ামী লীগাররা বলে বিএনপিই দায়ি। যাই হোক আমার প্রশ্ন হলো আপনারা যারা মাঝে মধ্যে বিটিভি দেখেন অনুগ্রহ তারা বলবেন কি এখন কেমন করছে বিটিভি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।