আমাদের কথা খুঁজে নিন

   

খেলার বিকালে বারুদের গন্ধ

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় !

শরতের আকাশ কিঞ্চিত বাদামী, প্রায়শই আজকাল নীলাভ থাকে না । তুলতুলে মেঘে আমি সাদা ভাগটুকু পাই না ওখানেও কালো ছোঁপ একটু ময়লাটে ; গতকাল কিন্তু এরকম ছিল না । স্পষ্ট দেখে এসেছিলাম সবুজ মাঠে একলা প্রজাপতি , ছোট ছোট পোষা কুকুরগুলো হাঁটছিলো পায়ে পায়ে , খেলার মাঠ জুড়ে অসংখ্য ক্ষুদে খেলুড়ে কারো পায়ে ফুটবল, কারো বুকে আগলে থাকে ঘুড়ি , একটু লম্বা লম্বা পা ফেলে দ্রুত হেঁটে যায় বয়স্ক দেহ , কোণায় কোণায় কংক্রিটের বেঞ্চে এসে বসে অনাগত শিশুর মা , নির্মল হাওয়ার খোঁজে একটু জিরায় ক্লান্ত পথচারী , সবারই ভিতর আরেকটু বেশী ভালো থাকার আকাঙ্খা । আলো মিইয়ে যখন সন্ধ্যা নামে , কুয়াশার সাথে তখন ভাব করে ঝিঁ ঝিঁ পোকার দল , এগুলো কিন্তু অতীত গত দু'দিনের কথা । বর্তমান আজ সেই জায়গাগুলোতে গণকবর ; যে ছেলেটা ঘুড়ি নিয়ে বসে থাকত ও ঘুড়ি হাতে নিয়ে মাটির নিচে চাপা পড়েছিল একটা বোমারু বিমানকে বন্ধু ভেবে টক্কর দিয়ে ঘুড়ি উড়িয়েছিল । অনাগত শিশুর মা এখন মুমূর্ষু, অনাগত শিশুকে বাঁচানো যায় নি, মাকে বাঁচানোর শেষ প্রচেষ্টা । গুটি ক' টা ডাক্তারের অসহায় মুখমন্ডল, হাসপাতালের মুখে সারি সারি লাশের মিছিল, কেউ বাবা, কেউ মা, কেউ বাড়ীর ছোট ছেলেটা, কেউ মিষ্টি গানের মেয়ে গতকালের রাতের গুলির বৃষ্টির ও বোমার বারুদের পোড়া ঝাঝাঁলো গন্ধে নিস্তব্ধ শেষ বিকালের খেলার মাঠ অসংখ্য গর্তের কলোনী, ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো স্কুল দালান । কাল বিকালের কেউ নেই সেই ছেলে, সেই শিশু, সেই মা, সেই বাবা, সেই ক্লান্ত দাদু। আমরা আজ ওদের কবর খুঁড়ছি নীরব নিভৃতে শক্ত চোখের জলে । (অয়ন আহমেদ ২২.০১.০৯ প্যালেস্টাইন জাতির উপর অত্যাচারের নিরব প্রতিবাদ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.