আমাদের কথা খুঁজে নিন

   

খেলার সাথী

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । ঘর থেকে যে দশ কদমে ওই দেখা যায় বাশবাগানে জোনাক জলে। একটা জোনাক, দুটো জোনাক আবার একটা, ওই তো একটা আরে ওই তো পাঁচটা জোনাক আমি আজ ধরবোই ওদের। ছুটলাম আমি জোনাক নিতে হেতায় গিয়ে দেখি একি, হাজার বাতি আমার সাথে আলোয় আলোয় খেলা। খেলতে খেলতে হঠাত দেখি বাশবাগানের উপড় থেকে চাঁদ যে তার হাত বাড়াল, বলল ডেক, এই যে মেয়ে হাত দেয়েছি ধরো দেখি খেলবো মোরা আলো নিয়ে, তোমায় আমি তোমার করে রূপকথার এক রাজ্য দিবো। আমি অবাক আলো দেখে দুহাত গালে চোখ উপড়ে, পলক হিন চোখে দেখা। ঝিঝি পোকার ডাকে আমার পলক ভাঙ্গে, হঠাৎ আমি হাত বাড়ালাম চাঁদের পানে চাদ যে আমায় দিলো ফাঁকি! বলল হেসে কেমন খেলা খেললে বল আলো নিয়ে। আমি কি কম খেলছি আমি জোনাক নিয়ে একটা জোনাক দুটো জোনাক বল চতুর ওই চাঁদকে ডেকে, পাঁচটা জোনাক আমার সাথী দুখ দিয়ে যে হাসতে পারে চাইনা এমন খেলার সাথী।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.