আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সকল প্রয়োজনীয় ওয়েবসাইট নিয়ে নিন ১.৩৪ এম.বি ছোট একটি সফ্টওয়ারে, সাথে বাংলাদেশের সকল সরকারী ওয়েবসাইট। তাও আবার ক্যাটাগরি আকারে !

এখন থেকে আপনার কোন ওয়েবসাইট এর ঠিকানা মুকস্থ রাখতে হবেনা। সফ্টওয়ারই করেদিবে আপনার মুকস্থ রাখার কাজ!  কত% কাজে লাগবে ব্যবহার করেই দেখুন ।
আমরা যারা অনলাইন এর কাজের সাথে জরিত (পেশাদার/অপেশাদার), তাদের প্রতিদিন অনেক রকম ওয়েবসাইট ব্রাউজ করতে হয়। যেমন: বিভিন্ন পরিক্ষার রেজাল্ট এর সাইট, সরকারী/বেসরকারী ব্লগ, ইমেইল চেক করা, ভিসা চেক করার সাইট সহ আরো অনেক ওয়েব সাইট। আর বিশ্বের প্রয়োজনীয় সকল সাইট একজন মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয়।

আবার ব্রাউজারে সেব করে রাখলেও হিস্টুরী ক্লিয়ার করলে বা ব্রাউজার আপডেট দিলে সকল ওয়েবসাইট মুছে যায়। এছাড়াও কোন কাজের কোন ওয়েবসাইট তা জানা না থাকলে আমরা বেশিরভাগই গুগলে সার্চ করি। যা অনেক সময় ও ঝামেলার কাজ। আর এসকল ঝামেলা থেকে মুক্তির উপায় নিয়ে এলাম UISC WEB v2.50 নামক সফ্টওয়ার। যা আপনাকে দিবে ঝামেলাহীন ওয়েব সাইট ব্রাউজ করার সুবিধা।

এখন থেকে আপনার কোন ওয়েবসাইট এর ঠিকানা মুকস্থ রাখার প্রয়োজন নেই। সুধু কোন ধরনের সাইট ব্রাউজ করবেন তাই জানলেই হবে বা কোন কাজের সাইট ব্রাউজ করবেন তাই জানা থাকলেই হবে। বাকি কাজ সফ্টওয়ারই আপনাকে করে দিবে। হ্যা এটিতে থাকছে বাংলাদেশের সকল সরকারী ওয়েবসাইট এবং সাথে থাকছে বিশ্বের প্রয়োজনীয় সকল ওয়েবসাইট যা থাকছে বিভিন্ন ক্যাটাগরি আকারে। যাতে আপনি সহজেই আপনার কাঙ্খিত কাজের সাইটটি ব্রাউজ করতে পারেন।

আর কথা না বারিয়ে ডাউনলোড করুন এখনি, আর আপনার কতটুকু কাজে লাগলো তা ব্যবহারের পর কমেন্ট করে জানাবেন।
ডাউনলোড লিংক ১:- সরাসরি ডাউনলোড ডাউনলোড লিংক ২:- মূল সাইট হতে ডাউনলোড
Size : 1.34 MB only
এতে যে ধরনের সাইট ব্রাউজ করার সুবিধা থাকছে:-
*ইউ আই এস সি স্পেশাল (Union Information & Service Center) *বাংলাদেশের সকল মন্ত্রণালয় সমূহ *সরকারী বিভাগ ও কমিশন সমূহ *পুলিশ ও অন্যান্ন বাহিনী *অন্যান্ন সরকারী সাইট *ভিসা চেক করার  সাইট সমূহ *শিক্ষা বিষয়ক সাইট *ব্যাংক সমূহ *লাইফ ইন্সুরেন্স সমূহ *শেয়ার বাজার *আর্ন্তজাতীক পত্রিকা সমূহ *দেশীয় সংবাদ পত্র *ইমেইল সেবাদাতা সমূহ *অন্যান্ন ওয়েবসাইট *সামাজিক যোগাযোগ *ইসলামিক সাইট সমূহ *স্বাস্থ বিষয়ক সাইট *মেডিকেল কলেজ সমূহ *বিশ্বের সকল বিমান বন্দর সমূহ (বিমান টিকেট ক্রয়, ওকে করা, তারিখ পরিবর্তন করার সুবিধা) *রাজনীতি *মোবাইল সেবাদাতা *বাংলা ব্লগ *বিশ্ব বিদ্যালয় সমূহ *সার্চ  ইঞ্জিন সমূহ *ভিডিও শেয়ারিং সাইট *পিসি/ল্যাপটপ এর সফ্টওয়ার ডাউনলোড *মোবাইল এর সফ্টওয়ার ডাউনলোড *বাংলা গান  ডাউনলোড *হিন্দি গান  ডাউনলোড *ইংরেজী গান  ডাউনলোড ইত্যাদি........
এটি সকলেরই অনেক কাজে লাগবে বলে আমার আশা, তাছাড়াও অনেক সরকারী অফিস ও অন্যান্ন প্রতিষ্ঠানেরও কাজে লাগবে বলে মনে করি। তাই এখনি ডাউনলোড করুন আর এটির সুবিধা উপভোগ করুন। [সকলের কাছে একটি অনুরোধ: এটি আপনার কতটুকু কাজে লাগলো বা কাজে না লাগলো অর্থাৎ কোন উপকারে না আসলে তাও কমেন্টে দয়া করে যানাবেন। এছাড়াও সফ্টওয়ারটিতে কোন প্রকার ত্রুটি (Error!) থাকলে তাও যানাবেন।

সুধু “ধন্যবাদ ও Thanks” এর আশায় পুষ্ট করিনি। আপনাদের কাজে লাগলেই আমি নিজেকে ধন্য মনে করবো]

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.