আমাদের কথা খুঁজে নিন

   

আজকেই শেষ,কিন্তু শেষ হয় না ।



বাংলাদেশের খেলা শেষ হলে বলি ,না, আর খেলা দেখবো না । কিন্তু যে দিন খেলা থাকে সেদিন সকাল বেলা ঘুম থেকে উঠে টিভির সামনে বসি পৃথিবীর সবচে আশাবাদী হয়ে । আজ তাই ৯ টায় ঘুম থেকে উঠেই হলের টিভি রুমে গেলাম । কেউ নেই ,টিভি ছেড়ে দেখি কোনো উইকেট পরেনি। হাফ ছেড়ে বাঁচলাম ।

সময় যায় উইকেট পড়ে কিন্তু রান হয় না। মেজাজ খারাপ হয়, কিন্তু মন বলে রান ২০০ হবেই । আর যাই হোক বাংলাদেশ হারবেনা । আশায় গুড়েবালি দিয়ে রান করল মাত্র ১২৪। ঘুমিয়ে পড়লাম খেলা দেখব না বলে।

কিন্তু ঘুম আসল না আবার গেলাম টিভি রুম এ । উইকেট পড়ছে ,মনে হচ্ছে আমরাই জিতব । কিন্তু আশরাফুলের ভুল ডিসিশনে হেরেগেলাম । মনে হলো ছোলানো কলাটা হাত ফসকে মাটিতে পড়ে গেল । মনে মনে বল্‌লাম আর খেলাই দেখব না।

কিন্তু হয়ত দেখা যাবে পর দিন ঠিকই সবার আগে টিভি রুমে বসে আছি। আশরাফুল গরুটার জন্য কত দিন যে এরকম হবে কে জানে। আশরাফুলের অধিনায়কত্ব থেকে মুক্তি চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.