আমাদের কথা খুঁজে নিন

   

আজকেই শেষ দিন

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

এসব দেশে যাদের ঘরে স্কুল পড়ুয়া বাচ্চা থাকে আর সে যদি টিনএজার হয় তাহলে দু:খের কথা শেয়ার না করাই ভালো। আজ থেকে স্কুলের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। প্রায় ৭ সপ্তাহের লম্বা ছুটি। যাদের ক্ষমতা আছে ওরা ফ্যামেলি নিয়ে ছুটি কাটাতে বিভিন্ন দেশে রওয়ানা হয়ে গেছে।

আমার বাসায়ও একজন স্কুল পড়ুয়া আছেন। সাধারন সপ্তাহের ছুটির দিনেই জ্বান ক্যাবাব। আর এই লম্বা ছুটিতে যে কিভাবে যাবে আল্লাহই ভালো বলতে পারবে যদিও সকালটা বেশ ভালো যাবে। উনি ঐসময় ঘুমে থাকবেন। ঝামেলার শুরু অফিস শেষে বাসায় গেলেই।

গত ৩/৪ বছর টানা দেশে যাওয়া হয়েছে। আর একবার দেশে গেলে ফিরে এসে ব্যাংক শূন্য। তাই এবার কোথাও যাওয়ার প্লান পাশ হয় নাই। উনার প্রশ্নের নমুনা: -ভাইয়া চলো আমরা এই সামারে লন্ডন থেকে ঘুরে আসি। প্রতি বছর দেশে যেতে ভালো লাগে না।

আর দেশে গেলো আত্মিয়দের বাসায় ঘুরতে ঘুরতে সময় শেষ। ছুটি কাটানো হয় না। ছুটি কাটাতে হবে এমন জায়গায় যেখানে আমরা শুধু আমাদের মতো থাকবো। -খাইছে। এতো কিছু শিখে ফেলেছো।

বাংলাদেশে ছুটি কাটানোর চেয়ে মজা আর কোথাও নেই। লন্ডন পচা শহর। এতো এতো ময়লা। তোমার দেখে ভালো লাগবে না। দেশে এইবার বল্লেও যাওয়া সম্ভব না।

যদি নিজের টিকেট নিজে কেটে যেতে পারো তাহলে যাও। -আমি কি লন্ডন শহর দেখতে যাচ্ছি নাকি? ওখানে শপিং করতে যাবো। খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। -কেন?তোমার কি সুন্দর ড্রেসের অভাব আছে? এই পর্যন্ত তোমার যতোটা ড্রেস আছে আমি সারাজীবনেও এতোগুলো পাইনি -তাহলে ছুটিতে কি করবো? -শুয়ে ঘুমিয়ে কাটাবে। -না আমার বোরিং লাগে।

-তাহলে কম্পিউটারে গেমস খেলো, টি.ভি দেখো, বই পড়ো. সময় কেটে যাবে। -গেমস খেলতে ভালো লাগে না। টি.ভি তেও কিছু নেই। বই সবগুলো পড়া শেষ। -মানে??লাইব্রেরীতে তোমার পড়ার কোন বই নেই? (টপিক্স চেইন্জ) -আমার লেপটপ কম্পিউটার নাই কেনো? -তুমার দরকার নাই তাই ।

তোমার যেটা আছে সেটা তো প্রায় নতুনই কেনা। -তুমার সব কিছুই দামী দামী কেন? এই দেখো তুমার শেভিং ফোম থেকে শুরু করে হাতের ঘড়িটা পর্যন্ত দামী। -এইসবের বেশির ভাগই গিফট। তুমিই তো আমার বার্থডে তে দামী পারফিউম গিফট করেছো। ঘড়িটাও গিফট।

ঘড়িটা আমি পরি না। দরকার হলে তুমি পরতে পারো। ইচ্ছে হলে সবকিছুই ব্যবহার করো। -আমার দামী পারফিউম নাই কেনো? -গত সপ্তাহে না আমার কাছ থেকে চ্যানেল-৫ কেনার জন্য টাকা নিয়ে গিয়েছিলে। কেনো নাই কেন? আমি এইবার বড়ো ভাইয়াকে বলবো।

তুমাকে লুকিয়ে টাকা দিয়ে আমি ফতুর। -প্লিজ। আমি ঐটা দিয়ে অন্য কিছু কিনে ফেলেছি। তুমি ভাইয়াকে বলো না। -আচ্ছা বলবো না।

এখন ভাগ। অফিস থেকে এসে তোর ঘ্যানর ঘ্যানর শুনতে হয়। -ধ্যাত। তুমি ভালো না? খাবারের ব্যাপারে মাশাল্লা। চালের দাম বাড়ায় খুশি।

কষ্ট করে সবার ধমক খেয়ে ভাত খেতে হবে না। চকলেট, আইসক্রিম, ঝাঙ্ক ফুডই ভরসা। এমনিতেই বড় মনের অধিকারী। কিন্তু পিজ্জা, ফ্রেঞ্চ ফ্রাই, বুরষ্ট, এগুলো কেউ ধরলে আর রক্ষে নাই। আজকে থেকে মাথা পুরো আউলা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.