আমাদের কথা খুঁজে নিন

   

তারেককে দেশে ফেরাতে খালেদাকে আহ্বান টুকুর

তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালতের পরোয়ানা জারির দুই দিনের মধ্যে এই আহ্বান জানালেন তিনি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় টুকু বলেন, “আমরা মনে করি তিনি (তারেক) এই দেশের সন্তান। দেশের প্রতি তার মমত্ববোধ থাকলে অবশ্যই তিনি দেশে ফিরে আসবেন।
“দেশে ফিরে তিনি আদালতকে সহযোগীতা করবেন এবং একজন দায়িত্বশীল রাজনীতিবিদ হিসেবে আচরণ করবেন- এটাই আমাদের প্রত্যাশা। ”
বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “আপনি তারেককে দেশে ফিরিয়ে আনুন।

তাকে আদালতে হাজির করুন। ”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের এক বক্তব্য ধরে বিএনপির অভিযোগ, এই পরোয়ানা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।  
কামরুল বলেছিলেন, মুদ্রা পাচার মামলায় তারেককে দেশে ফেরাতে যা যা করার দরকার, তার সবই করা হবে।
পাঁচ বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক সম্প্রতি লন্ডনে বিএনপির এক আলোচনা সভায় বক্তব্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় আসেন।
তাকে নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্যের জন্য ইতোমধ্যে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ ও আইন প্রতিমন্ত্রী কামরুলকে লিগ্যাল নোটিস দিয়েছেন তারেক রহমান।


বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নেয়ার দাবিতে বুধবার সারাদেশে হরতাল ডেকেছে ১৮দলীয় জোট।   
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেকের বিরুদ্ধে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
“একজন অপরাধী, দুর্নীতিবাজকে রক্ষা করার জন্য বিএনপি যে হরতাল আহ্বান করেছে, তা কোনো গণতান্ত্রিক কর্মসূচি হতে পারে না। ”
নির্দলীয় সরকার দাবিতে আন্দোলনরত বিএনপিকে ‘নাশকতা’ ছেড়ে সংসদে যোগ দেয়ার আহ্বান জানান টুকু।


“সংসদে আসুন, আলোচনা করুন, আপনাদের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে উপস্থাপন করুন। কোনো ষড়যন্ত্র করে সরকারকে হঠানো যাবে না। ”
‘ঠিকানা একাত্তর’ আয়োজিত এই আলোচনা সভায় প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হক, সাধারণ সম্পাদক শাহ মফিজ, কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.