আমাদের কথা খুঁজে নিন

   

বাঙলাদেশের বর্তমান বাংলা সিনেমা (১)



যে কারো লগে বাঙলাদেশের বর্তমান বাংলা সিনেমার হাল হকিকত নিয়া কথা বলবার গেলে জিগাইতেই পারেন কি দরকার এই সব নিয়া কথা বলার ? আর জিগাইতে পারেন বাংলা সিনেমা ত হরেক ধারায় হাটতাছে । আপনি কোন ধারা নিয়া বলবার চান ? এই রকম অ জিগাইতে পারেন বাংলা সিনেমার ইতিহাস কি লিখা হইছে অথবা কইতে পারেন বাংলার ইতিহাসে বা ইতিহাস তৈরিতে বাংলা সিনেমার কি কোন ভূমিকা আছে ? আচ্ছা ভালা-মন্দ, শ্লীল-অশ্লীল কিংবা ভদ্রলোকদের ভাষায় মূল ধারা-বিকল্প ধারা ইত্যাদি কি-"ভাবে' বুঝা যাবে ? আচ্ছা বাংলা সিনেমার কি কোন সংকট কিংবা সম্ভাবনা এই রকম বিষয়-আসয় আছে ? আচ্ছা আজকের ছোট পর্দার ডিজিটাল বাংলার তোরে বাংলা সিনেমার আগামী কাল কাল হবে নাত ? উপরে প্রশ্ন আকারে যা যা আসল; এই রকম আরো অনেক বিষয় উত্থাপিত হতে পারে । আপা-তত আমরা এই গুলি নিয়া আগাই । ভবিষতে আরো যা যা মনে-মানে আসে তা নিয়া কথা হইতে পারে । তয় সময় এবং বিবিধ খায়েসের কারনে ধারাবাহিক ভাবে এই আলোচনা অব্যাহত রাখবার ইচ্ছা থাকবার পরও পারোম না হয়ত । আপা-তত লেখক-পাঠকদের কাছে আমার জানবার খায়েস যে বাজার এবং শিল্প কি পরস্পর বিরোধী ? অথবা এভাবে বলা যায় --- বাজার এবং শিল্প কি এক সাথে হাত ধরাধরি করে চলবার পারে ? এই বিষয়ে আগ্রহী বুঝধার কেউ যদি কিছু লিখেন; বড়ই উপকার হয় । সবাইকে শুভেচ্ছা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.