আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাপটপের জন্য নিচের ট্রিক্স ১



আমি ওনেক দিন ধরে অনলাইন থেকে ল্যাপটপের এর জন্য কিচু ট্রিক্স খুজে চিলাম। তা আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের ল্যাপটপ আচে তাদের জন্য এই ট্রিক্স খুব কাজে দিবে। * ১। ল্যাপটপের ব্যাটারীর বেস্ট পারফরমেন্সের জন্যঃ ক) ব্যাটারীতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।

খ) দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন গ) ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন ঘ) হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারন সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়। ঙ) এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমন ভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না চ) কী-বোর্ড টি নিয়মিত পরিস্কার করুন। ছ) মাঝে মাঝে ব্যাটারীর কানেক্টর লাইন পরিস্কার করুন। জ) অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। ঝ) হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটিনেন্স কোন কাজ করবেন না।

ঞ) ব্যাটারী দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারী থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারী আয়ু কমে যাবে। * ২। মেমরী কম ব্যবহারের জন্য অপ্রয়োজনীয় প্রোগ্রাম/উইন্ডো মিনিমাইজ করে রাখুন। * ৩। মাঝে মাঝে মেমরী ক্লিনের জন্য RamCleaner, MemMonster, Free Up Ram, SuperRam, MemZilla, MemoryWasher জাতীয় সফটওয়্যার ব্যবহার করুন।

** Ccleaner ইউজ করটে পারেন। খুব কাজের সফ্টওয়্যার। * ৪। ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন। তবে অবশ্যই নরটন এন্টিভাইরাস না, কারন সিস্টেমকে অনেক স্লো করে।

* ৫। মাঝে মাঝে অনলাইন থেকেও ল্যাপটপ/পিসি স্ক্যান করতে পারেন। * ৬। স্পাইওয়ার মুক্ত রাখুন কারন এগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে সিস্টেমের পারফরমেন্সে ব্যাঘাত ঘটায়। * ৭।

পারফরমেন্স বাড়াতে TuneUp Utilities এবং System Mechanic * ৮। নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন। * ৯। আপাতত দরকার নাই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন। আপাতত এতটুকু।

ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।