আমাদের কথা খুঁজে নিন

   

সময়টা ল্যাপটপের

ব্লগের নাম শুনেছি অনেকদিন হল। তাই আমারো ব্লগাইতে ইচ্ছে হল।

প্রযুক্তির প্রতিনিয়ত উন্নয়নের পাশাপাশি নতুন নতুন সব প্রযুক্তির পণ্য বাজারে আসছে। একসময়ের বড় আকারের মনিটরসহ ডেস্কটপ কম্পিউটার ব্যবহার এখন থাকলেও বেড়েছে ল্যাপটপের ব্যবহার। বিক্রির দিক দিয়ে এখন ডেস্কটপের চেয়ে ল্যাপটপ কম্পিউটারই এগিয়ে।

ল্যাপটপের দামও চলে এসেছে হাতের নাগালে। ডেস্কটপ থেকে ল্যাপটপের বিক্রি বেড়ে যাওয়ার ব্যাপারটি চোখে পড়ার মতো। এক বছর আগেও অবস্থা এমন ছিল না। তুলনামূলক কম দাম, বহনযোগ্য আর সহজে ব্যবহার উপযোগী হওয়ায় ল্যাপটপের চাহিদা এখন বেশি—বললেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে এখন ল্যাপটপ বিক্রি হয় ৮০ থেকে ৯০ শতাংশ আর বাকি ১০ শতাংশ ডেস্কটপ।

আমাদের দেশেও কয়েক বছরের মধ্যে এ অবস্থার সৃষ্টি হবে। কারণ ল্যাপটপই একমাত্র পণ্য, যা কম দামে সর্বশেষ সংস্করণ পাওয়া সম্ভব। দাম কম হওয়ার কারণে ল্যাপটপের পাশাপাশি নেটবুক কম্পিউটারের জনপ্রিয়তাও কম নয়। তবে শুধু কম দাম আর বহনযোগ্য দেখেই ল্যাপটপের বিক্রি বাড়েনি। বর্তমানে ল্যাপটপে পাওয়া যাচ্ছে সর্বশেষ প্রযুক্তির প্রসেসর আর দারুণ সব বৈশিষ্ট্য।

এর সঙ্গে সঙ্গে বর্তমানে হার্ডডিস্ক ড্রাইভের ধারণক্ষমতা গিগাবাইট (১০২৪ মেগাবাইট) থেকে টেরাবাইটের (১০২৪ গিগাবাইট) দিকে যাচ্ছে। সঙ্গে এখন চাহিদা কমে যাচ্ছে বেঢপ আকারের ক্যাথোড রে টিউব (সিআরটি) মনিটরের। এ জায়গায় ব্যবহারকারীরা আগ্রহী লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি), লাইট এমিটিং ডায়োড (এলইডি) মনিটরের প্রতি। রায়ানস কম্পিউটারের ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, ল্যাপটপের চাহিদা বাড়ছে এর সুবিধা এবং নতুন প্রযুক্তি থাকার কারণে। এখন ডেস্কটপের চেয়ে ল্যাপটপে আগ্রহ বেশি ব্যবহারকারীদের।

সব মিলিয়ে কম দামে নানা ধরনের সুবিধা যুক্ত হওয়ায় ল্যাপটপেই আগ্রহী হচ্ছেন সবাই। এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বলেন, এটা নিঃসন্দেহে বলা যায়, ল্যাপটপই ভবিষ্যতে ব্যবহারকারীদের প্রথম পছন্দ হবে। এখন যেভাবে ল্যাপটপ বিক্রি হচ্ছে, আগামী দুই বছরের মধ্যেই ল্যাপটপ বাজার দখল করে নেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।