আমাদের কথা খুঁজে নিন

   

আউটডোর টেলিভিশন

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আর্দ্রতাপ্রতিরোধী এ টেলিভিশনের পর্দায় আলোর প্রতিফলন কম।
গরম আবহাওয়ায় ঘরের বাইরে এ টেলিভিশন ব্যবহার করা যাবে। টেলিভিশনের ভেতরের যন্ত্রাংশ শীতল রাখতে চারটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। এছাড়া ঘরে ব্যবহৃত টেলিভিশনের চেয়ে এগুলোর পর্দায় আলোর প্রতিফলন কম হওয়ায় সূর্যের আলোতেও টেলিভিশন দেখতে অসুবিধা হবে না।
নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ টেলিভিশনে আর্দ্রতাপ্রতিরোধী যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।

গরম আবহাওয়ার সময় এর ফ্যানগুলো ভেতরের যন্ত্রাংশ ঠাণ্ডা রাখবে। এছাড়া বায়ু চলাচলের মুখে ফিল্টার ব্যবহার করা হয়েছে। ফলে এ কেসিং দিয়ে ধুলা কিংবা মাকড়সা ভেতরে ঢুকতে পারবে না।
ঘরে ব্যবহৃত এলসিডি স্ক্রিনের টেলিভিশনের চেয়ে সানব্রাইটের টিভির উজ্জ্বলতা ২০ ভাগ বেশি বলে দাবি করেছেন নির্মাতারা।
চারটি ভিন্ন সাইজে এ টেলিভিশন বাজারে পাওয়া যাবে।

৩২ ইঞ্চি টেলিভিশনের দাম ১ হাজার ৫০০ ডলার এবং ৬৫ ইঞ্চির এলসিডি টেলিভিশনের দাম ৭ হাজার ডলার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।