আমাদের কথা খুঁজে নিন

   

আউটডোর

"অ্যাবসার্ড"

আমাদের রোগীদের মত প্রেসার মাপার এত আগ্রহ আর কোন দেশে আছে কিনা আমার সন্দেহ। । এবং এই প্রেসার নিয়ে রোগীরা যে কত অদ্ভুত কর্মকাণ্ড করে এবং আমাদের কে চরম প্রেসার এ ফেলে, কি বলব.......................আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা লিখলাম। । রোগীর রক্তচাপ মাপার পর রোগীকে বললাম,"আপনার প্রেসার তো নরমাল আছে" রোগী আমাকে বলে," স্যার,মেশিনে আরেকটা টিপ দিয়া দেহেন না, প্রেসার বেশী ও হইতারে।

। " রোগীর প্রেসার মাপার পর,রোগী অধীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, "স্যার, প্রেসার কেমুন আছে?? আমি বল্লাম,"আপনার প্রেসার তো নরমাল আছে। " রোগী বলে," ও ,আইচ্ছা স্যার। " "আইচ্ছা স্যার, আমার প্রেসার হাই না লো??" প্রেসার মাপা সংক্রান্ত আরও কিছু মজার অভিজ্ঞতা আছে, পরে কোন এক সময় হয়ত লিখব। আরও কিছু বিচিত্র অভিজ্ঞতার কথা লিখলাম।

এমন না যে এই ঘটনা গুলো আমি সবসময় উপভোগকরি, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে,রাগ লাগে। এই বিরক্তি বা রাগ লাগাটা আসলে মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা। আমাকে আমার এক স্যার বলেছিলেন," যে পরিস্থিতি তোমাকে বিরক্ত করে,রাগিয়ে তোলে, সবসময় চেষ্টা করবে ঐ পরিস্থিতিটা উপভোগ করতে,ঐ জিনিসটা নিয়ে মজা করতে। তাহলে তোমার আর জিনিসটা খারাপ লাগবে না। " রোগী দেখার সময় স্যার এর কথাটা খুব মনে পরে।

এক রোগী আসছে। চোখে সুরমা দেয়া। ক্লিন শেভ। মাথায় টুপী। এসে আমাকে লম্বা একটা সালাম দিল "আসসালামুয়ালাইকুম ওয়া রহমত উল্লাহ হি ওয়া বারাকাতু হু ওয়া মাগফিরাতুহু" "স্যার আমার সরিলডা দুর্বল, একটা ভিটামিন লেইক্ষা দেন।

" আমি কিছু না বলে উনাকে মনোযোগ দিয়া দেখলাম। এরপর প্রেসক্রিপসন টা হাতে নিয়ে উনি কোন ঔষধ কেন লিখসি জিজ্ঞেস করতে শুরু করলেন। একদম শেষে যখন বললাম," এইটা ভিটামিন। " তখন উনি বললেন," আফনে ভিটামিন কেরে দিসেন???এর লিগা ই আফনেরা যেই অসুদ লেখেন ইডি আমি হাই না। আমরার গেরামের ডাক্তার ওই বালা।

। " :S :S আমার সহকর্মী ডাক্তার,উনার কাছে এক রোগী একদিন বল্ল,"স্যার আমার বাড়ী তো দুরে, আপনে আমারে এমন ভাবে ঔষধ লেইক্ষা দেন যাতে আমার বারে বারে আফনের কাসে আওন না লাগে। । " আমার সহকর্মী ডাক্তার জিজ্ঞেস করলেন," এটা কিরকম??" তখন ঔ রোগী বলে," এমন ভাবে ঔষধ লেখেন যে, শরীর খারাপ হলে কোন ঔষধ খাব,আর ভাল থাকলে কোন ঔষধ খাব, আলাদা আলাদা লিখে দেন। ।

" এক রোগী বিশাল একটা ফাইল নিয়া আসছে, বলল,"স্যার আমার রিপোর্ট গুলা দেহেন। " আমি হাতে নিয়ে দেখলাম ১৯৯০ সাল থেকে যত পরিক্ষা উনি করিয়েছেন সব এই ফাইল এ আছে, আমি রোগীকে জিজ্ঞেস করলাম," এই রিপোর্ট আপনি কোন ডাক্তার কে দেখান নাই??" রোগী বলে,"দেহাইসি স্যার, আফনেও একবার দেহেন। " আমি বল্লাম," এক কাজ করেন। আমি তো এই মুহূর্তে অনেক ব্যস্ত, আপনি এই ফাইল টা আপনি আমার কাছে রেখে যান, আমি পরে দেখব। আর আপনি আগামী মাসে যখন আসবেন তখন নিয়ে যাবেন।

" এই কথা শুনে রোগী আমার দিকে এমন অদ্ভুত দৃষ্টি তে তাকাল যেন আমি তাকে আত্মহত্যা করতে বলেছি। । এক রোগীকে জিজ্ঞেস করলাম," আপনার ঘুম কেমন হয়??" রোগী উত্তরে বলল," ঘুম হয় স্যার সামাজিক ভাবে, বেশী ও না আবার কম ও না। " একদিন এক পুরুষ রোগী,উনার বয়স প্রায় ৭০ বছর,উনার সেক্সুয়াল সমস্যার কথা আমাকে বললেন এভাবে," স্যার আমার একটা সমস্যা,আমার সেক্সি ভাব টা একদম নাই। " :S রোগীদের সেক্সুয়াল প্রবলেম নিয়ে বেশী কিছু লিখতে চাচ্ছি না, তবে এই বিষয় টা নিয়ে ও রোগীরা অনেক হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করে।

সময় সুযোগ হলে পরে হয়ত লিখব। তবে একটা জিনিস আমাকে কষ্ট দেয়। সেটা হল, ডাক্তার দের প্রতি রোগীদের অবিশ্বাস। । সব ডাক্তার দের প্রতি কেন রোগীদের এই অবিশ্বাস????অদ্ভুত, খুবই অদ্ভুত.............



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।