আমাদের কথা খুঁজে নিন

   

নারী---সুনীল গঙ্গোপাধ্যায়

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

নাস্তিকেরা তোমায় মানে না, নারী দীর্ঘ-ঈ-কারের মতো তুমি চুল মেলে বিপ্লবের শত্রু হয়ে আছো ! এমনকি অদৃশ্য তুমি বহু চোখে কত লোক নামই শোনেনি যেমন জলের মধ্যে মিশে থাকে জল-রং-আলো......... তারা চেনে প্রেমিকা বা সহোদরা জননী বা জায়া দুধের দোকানের মেয়ে, কিংবা যারা নাচে গায় রান্নাঘরে ঘামে শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত ফ্রক কিংবা শাড়ি পরে দু:খের ইস্কুলে যায় মিস্তিরির পাশে থেকে সিমেন্টে মেশায় কান্না কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে কৃষকের পান্তাভাত পৌছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে শিয়রের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমোয় এরা সব ঠিকঠাক আছে এদের সবাই চেনে শয়নে, শরীরে দু:খ বা সুখের দিনে অচির সঙ্গিনী কিন্তু নারী? সে কোথায়? চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল যাকে নিয়ে এমন মেতেছে সে কোথায়? সে কোথায়? দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি যেমন জলের মধ্যে মিশে থাকে জল-রং-আলো .....


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।