আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েটাকে ভুল বোঝেছিলাম

কিছুই বলার নাই :/

রাস্তার পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম নানার বাসায় যাবো বলে। রাস্তার অপাশে ঠিক আমার মুখোমুখি এক সুন্দরী মেয়ে দাড়িয়ে আছে। আমার মতোই হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছিলো। কাপড়চোপড় আর চেহারায় আভিজাত্যের ছাপ। দেখে একটু হিংসুটেই মনে হলো :\ একটু পরপর মেয়েটার দিকে আমার দৃষ্টি চলে যাচ্ছিলো।

হয়তো সুন্দরী বলেই প্রায় ১০ মিনিট কোনো গাড়ি নেই :\ যে গাড়িই আসুক তাতে সিট নেই :\ অনেক্ষণ পর মেয়েটা যেখানে দাড়িয়ে ছিলো সেখানে তাকালাম। মেয়েটা নেই! এদিক ওদিক তাকালাম। ওইযে মেয়েটা। আগের চেয়ে একটু দূরে দাড়িয়ে। সাথে একজন বুড়ো মানুষ।

কাপড় দেখলেই বোঝা যায় গরীব। বৃদ্ধ হাত দিয়ে বারবার সামনে হাতরাচ্ছিলো। বুঝতে পারলাম লোকটা অন্ধ মেয়েটা লোকটার হাত ধরে তাকে রাস্তা পার করে দিলো। আশ্চর্য!একটু আগেই এই মেয়েকে কি ভেবেছিলাম! :-\ নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। একটা রিকশা পেয়ে উঠে পড়লাম।

যাওয়ার আগে মেয়েটার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম.......মেয়েটার প্রতি ততক্ষণে একটা আলাদা শ্রদ্ধা জেগেছিলো মেয়েটার মুখেও হাসি এই হাসি শুধুই হাসি নয়.........এই হাসি মহৎ কিছু একটা করার আনন্দের বহিঃপ্রকাশ যে কাজ সব মানুষ করেনা বা করার সুযোগ পায়না...........! আমি জানি এই ছোট কাজটায় কত আনন্দ লুকায়িত আছে (১৭ই আগষ্‌ট এর ঘটনা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.