আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে আমি relation status পরিবর্তন করে in a relationship করতে চাই

আমার পরানে যে সুর বাজিছে ...............

০১ ইদানীং ফেসবুক সিক্স প্যাক বেলীর একটা বিজ্ঞাপন দিচ্ছে আমার পেইজে। দেখলেই মেজাজটা খিচড়ে যাচ্ছে। একটা সুদর্শন ছেলে খালি গায়ে তার ৫-৬ টা ভাজ পড়া পুরুষালী পেট দেখিয়ে রাখছে। একজন সুন্দরী মেয়ে দেখলে আমার যেমন একটা আদিম ইচ্ছে জাগে তেমনি একজন সুদর্শন, পেটে ভাজপড়া ছেলে দেখে মেয়েদেরও একটা ইচ্ছে জেগে উঠতে পারে। ব্যাস এইটা ভেবে আমার মাথা গরম হয়ে যাচ্ছে রাগে।

স্ক্রীন শট দিলাম। আপনারাও হয়ত দেখতে পাচ্ছেন। আমার ছোট ভাই বলল, হে হে হে! আমার ত একটা ভাজ পড়ছে। চাপা মারিস না। আমার পেটে চর্বি নাই তাতেও একটা ভাজ পড়ে না আর তোর ভাজ পড়ছে? টি-শার্ট তুলে দেখাল।

দেখ। আমি দেখি সত্যিই ত। পুরা মেদ, বুকের শেষ(পেটের শুরু) থেকে শুরু করে নিচ পর্যন্ত একটা বিশাল ভাজ ফেলে দিয়েছে। চর্বিটা নাড়া দিয়ে সে হাসে- খ্যাক খ্যাক খ্যাক। তার বান্ধবী আছে।

সুতরাং পেটের ভাজ নিয়া তেমন চিন্তা নাই। আমি এমনিতে ব্যায়াম ঘৃনা করি। কেউ পয়সা না দিলে আমি খাটতে রাজি না। সকালে ঊঠে দৌড়াব কিন্তু তার জন্য কেউ আমাকে টাকা পয়সা দিবে না। তাহলে দৌড়িয়ে আমার লাভ কি? এইটাই ছিল আমার দর্শন।

এখন সেটা পাল্টাতে হবে। আমার ধারনা ছিল smart is the new sexy. কিন্তু ইদানীং যা দেখছি তাতে মনে হচ্ছে মেয়েদের কাছে আকর্ষনীয় হতে হলে পেটে ভাজ ফেলা ছাড়া উপায় নাই। আগামী সপ্তাহ থেকে সকালে দৌড়ানো শুরু করব ভাবছি। আমার সকালের ঘুমটা নষ্ট হবে। পুরা দোষ ফেসবুক এর।

ড্যাম ইউ ফেসবুক। ০২ আরেকটা বিজ্ঞাপনের কথা না বললে হচ্ছে না। পেজের ডানদিকের কোনায় এক সুন্দরীর ছবি দিয়ে লিখে দিচ্ছে nog single? মেয়েটার হাসি সেই রকম। “ কাছে আসো” এইরকম একটা ভঙ্গি। দেখলেই ...ওমমমম।

কিন্তু আমার মাথায় প্রশ্ন আসে, nog মানে কি? এইটা ত ইংরাজি না। মনে মনে বলি মেয়ে, nog যদি মানে ভালো হয় তবে ত ভালোই, আর যদি খারাপ হয় তইলে তুই nog, মাইয়া তোর মায়ে nog. তোর চৌদ্দগুষ্ঠি nog. ০৩ ভেবে দেখলাম ফেসবুক এড দিবে চিন্তা করে। তাদের কাছে আমি কোথায় থাকি থেকে শুরু করে আমি কি ভালোবাসি না ভালোবাসি তার তথ্য আছে। তাহলে কেন এই ধরনের এড দিচ্ছে? আমার relation status টা in a relationship দেয়া নাই। সেই জন্যেই কি হারামজাদারা ভাজ পড়া পুরুষালী পেট আর nog single এর এড দিচ্ছে?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.