আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন। শিশুদের ভালবাসেনা এমন কেউ আছে কি ?

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য।
জাতীয় শিশু দিবস পুনঃনির্ধারন করা হলো ১৭ই মার্চ। পুর্বে ইউ.এন ঘোষিত ইউনিভার্সাল চিল্ড্রেনস ডে ২০ নভেম্বর শিশু দিবস হিসাবে পালিত হতো। ২০ নভেম্বর, ১৯৫৯ এ ইউ.এন শিশু অধিকার বিষয়ক নীতিমালা পাশ করে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবস। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালবাসতেন বলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ঘোষনা করা হয়৷ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই ঘোষনা দেওয়া হয়(সুত্র : আজেকর প্রথম আলো)। বঙ্গবন্ধুর ছাড়া আর কেউ যেন শিশুদের ভালবাসেনা! এখন প্রশ্ন উঠতে পারে ভ্যালেনটাইস ডে বা ভালবাসা দিবস পরিবর্তনের কোন সম্ভবনা আছে কি না? বঙ্গবন্ধু কি শিশু ছাড়া আর কাওকে ভালবাসতেন না? মা দিবস বা বাবা দিবসও অনুরুপভাবে পরিবর্তন করা যায় কি না? ভয় পাচ্ছি, আওয়ামিলীগ আবরাও নামকরন দলীয়করনে ফিরে যাচ্ছে বলে। এদিকে wikipedia এর কান্ড দেখেন........ In 1996-2000, the Government of Bangladesh observed national Children's Day on the birthday of the father of nation, Bangabandhu Shekh Mujibur Rahman on 20th March. But under the BNP regime from 2001 to 2006, this celebration was stopped and the country only observed Universal Children's Day, which was recognised by UNICEF. শুধু খালেদা জিয়া না, একাধিক জন্ম দিন আরও আছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.